Header Ads

মুশফিকের ব্যাট "অকশন ফর অ্যাকশন" নয়, নিলামে তুলবে অন্য প্রতিষ্ঠান।

Mushfiqur Rahim to auction his bat to help in Covid-19 relief ...

সাকিব আল হাসানের পর নিউজেল্যান্ডের বিপক্ষে গত বছর ফেব্রুয়ারিতে হ্যামিল্টন টেস্টে বাঁহাতি সৌম্য সরকারের করা দ্রুততম শতকের ব্যাটের মূল্য উঠেছে সাড়ে চার লাখ টাকা। আর ২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার সঙ্গে করা তাসকিন আহমেদের হ্যাটট্রিক বল বিক্রি হয়েছে চার লাখ টাকায়।

মুশফিকের ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ডাবল সেঞ্চুরির ইতিহাসগড়া ব্যাট নিলামে ওঠানোর প্রক্রিয়া চলছে জোরেসোরেই। আশা করা যায় এ সপ্তাহের ভেতরই মুশফিকের ব্যাটের নিলামে ওঠার সম্ভাবনা খুব বেশি। খুব প্রাসঙ্গিকভাবেই প্রশ্ন উঠছে ঐ প্রতিষ্ঠানের নাম কী? কেউ কেউ হয়ত ভেবে বসেছেন যে, সাকিব আল হাসান, সৌম্য সরকারের ব্যাট আর তাসকিন আহমেদের হ্যাটট্রিক বলের নিলাম পরিচালনা করেছে, সেই ‘অকশন ফর অ্যাকশন’ এর সঙ্গে বুঝি কথা হচ্ছে মুশফিকের । একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নিলাম পরিচালনার দায়িত্ব পালন করবে ‘পিকাবু’। বিশ্বের অন্যতম জনপ্রিয় অনলাইন কেনাবেচার মাধ্যম পিকাবু। সেখানে নিলামটি হলে এটি পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষদের কাছেও পৌঁছবে সহজেই।

তবে জানা গেছে, আজ-কালের ভেতর যদি পিকাবুর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত না হয়, তখন মুশফিকের ব্যাটের নিলামের দায়িত্ব চলে যেতে পারে অকশন ফর অ্যাকশনের কাছে।
কারণ, মুশফিক চাচ্ছেন খুব তাড়াতাড়ি নিলাম সেরে ফেলতে এবং সেটা আগামী বৃহস্পতিবারের (৭ মে) মধ্যে করতে। এখন পিকাবু যদি এর ভেতর সবকিছু চূড়ান্ত করে ফেলতে পারে, তাহলে তো কথাই নেই। কিন্তু তারা গুছিয়ে উঠতে না পারলে মুশফিকুর রহীমের ব্যাটের নিলামও হয়তো অকশন ফর অ্যাকশনই পরিচালনা করবে।

তবে আরও একটি খবর আছে। তা হলো যারাই পরিচালনা বা সমন্বয় করুন না কেন, মুশফিকুর রহীমের ব্যাটের নিলামে পরোক্ষভাবে ‘ব্র্যাকও’ থাকবে। মুশফিক যে করোনা আক্রান্তদের সাহায্য-সহযোগিতার জন্য এই নিলামের আয়োজন করছেন, তার কিছু কার্যক্রম ব্র্যাকের মাধ্যমেই পরিচালিত হবে 

সূত্রঃ jagonews24.com

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.