Header Ads

সেরার প্রশ্নে আমি লিও মেসিকে বেছে নিব- ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে

Ronaldo better than Messi but I'm the best of all time – Brazil ...
ছবিঃ গুগল সার্চ


তিন বার দেশের হয়ে বিশ্বকাপ জেতা পেলে গাজেত্তা দেল্লো স্পোর্তকে জানালেন, মেসির সঙ্গে খেলার সুযোগ থাকলে লুফে নিতেন তিনি। “সেরার প্রশ্নে আমি লিও মেসিকে বেছে নিব জানালেন ইতিহাসের সেরা এই  ফুটবলার । তিনি আরো বলেন "সে দক্ষ খেলোয়াড়, গোলে অবদান রাখে, পাস দেয়, গোল করে, ভালো ড্রিবল করে।”

“যদি আমরা একসঙ্গে এক দলে খেলতাম, তাহলে প্রতিপক্ষ দলকে দুই খেলোয়াড়কে নিয়ে ভাবতে হতো, একজনকে নিয়ে নয়। বর্তমানে মেসি সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।”
সর্বোচ্চ গোলের গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডধারী পেলে ক্যারিয়ারে ১২৮১ গোল করেন গত মার্চে এক সাক্ষাৎকারে বর্তমান সময়ের সেরা ফুটবলারের প্রশ্নে রোনালদোর পক্ষে ভোট দিয়েছিলেন।
তখন তিনি বলেছিলেন “বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিস্তিয়ানো রোনালদো। আমার মনে হয় সে-ই সেরা। কারণ, সে অনেক বেশি ধারাবাহিক। তবে অবশ্যই আপনি মেসিকে ভুলে যেতে পারেন না। কিন্তু সে স্ট্রাইকার নয়।”

Santos ex-president believes Neymar could rival both Messi and ...
ছবিঃ গুগল সার্চ


বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি ব্যালন ডি’অর জিতেছেন রেকর্ড ছয়বার আর রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়া রোনালদো পাঁচবার। দুজনের অর্জনের তালিকায় আছে আরও অনেক ব্যক্তিগত ও দলীয় সাফল্য। গত এক দশক ফুটবল বিশ্বে আধিপত্য ধরে রেখেছেন মেসি ও রোনালদো। 
সাফল্যে ভরপুর ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দল মিলে এক হাজার ম্যাচ খেলে ৭২৫ গোল করেছেন রোনালদো। মেসির ম্যাচপ্রতি গোল গড় আরও দুর্দান্ত; ৮৫৬ ম্যাচে করেছেন ৬৯৭ গোল তবে বয়সে রোনালদো চেয়ে বয়সে তিন বছরের ছোট মেসি। 

বর্তমানের তৃতীয় সেরা ফুটবলার হিসেবে নেইমারকে বেছে নিয়েছেন পেশাদার ক্যারিয়ারের ১৮টি বছর স্বদেশের ক্লাব সান্তোসে কাটানো পেলে। “বর্তমানে সেরার কাতারে দুই অথবা তিন জন আছে; মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, আর আমি বলব নেইমার, তবে এখনও সে ব্রাজিলে বিশেষ একজন হয়ে উঠতে পারেনি।” গত মার্চে সাক্ষাৎকারে নিজেকে ইতিহাসে সেরা ফুটবলার বলেছিলেন তিনি। এবার অবশ্য ওই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.