Header Ads

ডিরেক্টরি তৈরি করবে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন



দেশের নতুন-পুরোনো সব অ্যাথলেটকে মূল্যায়ন করতে যাচ্ছে অ্যাথলেটিকস  ফেডারেশন। স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতা পরবর্তীতে কোন অ্যাথলেট কবে কী পদক জিতেছেন, সেটা জানতে হলে এখন গলদঘর্ম হতে হচ্ছে সবাইকে। এ সমস্যা সমাধানে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন এমন এক উদ্যোগ নিয়েছে, যেটা বাস্তবায়ন হলে এক ক্লিকে বা বইয়ের পাতা ওল্টালেই চোখের সামনে ভেসে উঠবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পদক জেতা অ্যাথলেটদের আদ্যপন্ত।

‘আমরা একটা ডিরেক্টরি তৈরি করতে যাচ্ছি। যেখানে স্বাধীনতার আগে ও পরে বিভিন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপে এবং ফেডারেশন কর্তৃক প্রেরিত কোন আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিয়ে যারা পদক পেয়েছেন তাদের জীবনবৃত্তান্ত সেখানে থাকবে।’ জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। তিনি আরও বলেন, ‘ফেডারেশনের ওয়েবসাইটেও লিপিবদ্ধ করা হবে সবার নাম, পদক জয়ের ইভেন্ট, প্রতিযোগিতাসহ পূর্ণাঙ্গ সবকিছু। পূর্নাঙ্গ ডিরেক্টরি তৈরি করে সবার অর্জনগুলো সংরক্ষিত রাখতে চাই। যাতে পরবর্তী প্রজন্ম তাদের পূর্বসূরিদের অর্জনগুলো সহজেই জানতে পারে।’

স্বাধীনতাপূর্ব ও পরবর্তী অ্যাথলেটদের শিক্ষাগত যোগ্যতা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সনদপত্রের সত্যায়িত কপি, সংশ্লিষ্ট খেলার ছবি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনে প্রেরণের আহ্বান করেছেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু (০১৭১৬-২০৮৯২০)।

আরো পড়ুনঃ 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.