বাংলাদেশিদের কষ্টে খারাপ লাগছে বাটলারের
সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দলেকে। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা তো আরো কড়া। বলা যায় এক রকম নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। শুধু তাই নয়, ইংল্যান্ড দল কোথাও যাওয়ার আগে আশপাশের সড়কের গাড়ি আটকে দেওয়া হচ্ছে। তাই সিগন্যালে আটকা পড়ছে নগরবাসী। এ বিষয়টি দৃষ্টি এড়ায়নি ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক জশ বাটলারের।
এতে খুবই ব্যথিত বাটলার। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এ ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের জন্য এখানকার মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে এটা ঠিক। মানুষদের এই কষ্ট আমি দেখেছিও। এতে কিছুটা খারাপই লাগছে। তবে সবকিছু ভালো মতো চলছে এটা ভালোলাগার।’
অবশ্য এই নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট ইংল্যান্ড অধিনায়ক, ‘আমাদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তা খুবই ভালো মানের। অবশ্য এমনটার প্রয়োজন ছিল। তাই এই বিষয়টি নিয়ে আমরা কখনোই ভাবিনি।’
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল। সে সময় তাদের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সব শঙ্কা কেটে গেছে। নির্ধারিত সময়েই বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ক্রিকেটাররা।
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের আগের মূল আলোচ্য বিষয় ছিল নিরাপত্তা ইস্যু। সফরকারী ইংল্যান্ডকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিসিবি। তারই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়েছে সেনাবাহিনীর আধা ঘণ্টার একটি মহড়া।
Post a Comment