হোটেলে বসে ‘ফুটবল’ খেলেছেন ইংলিশ ক্রিকেটাররা
নিরাপত্তা নিয়ে কড়াকড়ি থাকায় হোটেল ছেড়ে খুব একটা বের হচ্ছেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। গত ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসার পর শুধু প্রস্তুতি ম্যাচ আর অনুশীলনের জন্য বাইরে গেছেন মইন আলী, জস বাটলাররা। বাকি সময়টা তাঁরা খেলেছেন ‘ফুটবল’। স্কাই স্পোর্টসে লেখা এক কলামে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের লেগস্পিনার আদিল রশিদ।
বাংলাদেশে এসে বেশির ভাগ সময় হোটেলেই কাটাতে হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। দলের বেশির ভাগ খেলোয়াড়ই সেই সময়টা কাটিয়েছেন ‘ফিফা ১৭’ নামের জনপ্রিয় ফুটবল ভিডিও গেম খেলে। কেউ কেউ সঙ্গে এসেছেন এই ভিডিও গেমের প্লেস্টেশন।
গত কয়েক দিনে তাঁরা মাঝেমধ্যেই নিজেদের মধ্যে জমজমাট টুর্নামেন্টের আয়োজন করেছেন বলে জানিয়েছেন রশিদ। তিনি লিখেছেন, “আমরা এখানে এসেছি চার-পাঁচ দিন হলো। সন্ধ্যার পর থেকে আমরা সেভাবে হোটেলের বাইরে যাইনি। মাঠে গিয়েছি আর হোটেলে ফিরে এসেছি। ফলে আমরা প্রচুর অবসর সময় পেয়েছি। আর সে সময় ‘ফিফা’ খেলেছি। কেউ কেউ ‘ফিফা ১৭’ গেমটি খেলার জন্য এক্সবক্স ও প্লেস্টেশন নিয়ে এসেছে। আমরা নিজেদের মধ্যে অনেক প্রতিযোগিতার আয়োজন করছি।”
বাংলাদেশ সফরের বাকি সময়েও যে তাঁরা হোটেলে বসে অনেক ‘ফুটবল’ খেলবেন, সেটাও জানিয়ে দিয়েছেন রশিদ। তবে সেটা শুধুই অবসর সময়ে। বেশির ভাগ সময় ক্রিকেট মাঠের সত্যিকার লড়াই নিয়েই ব্যস্ত থাকতে হবে ইংলিশ ক্রিকেটারদের। রশিদ লিখেছেন, “আমি নিশ্চিত যে, এই সফরের বাকি সময়েও আমরা অনেক ‘ফুটবল’ খেলব। কিন্তু অবশ্যই আমাদের প্রধান মনোযোগ থাকবে ক্রিকেটের দিকে।”
আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
Post a Comment