ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা দশ ক্রিকেটার।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা দশ ক্রিকেটার
১০। নাসির হোসেন (বাংলাঃ) – রান : ১০০ – বয়স : ২০ বছর ০৩ দিন।
৯। অানামুল হক বিজয় (বাংলাঃ) – রান : ১২০ – বয়স : ১৯ বছর ৩৫২ দিন।
৮। সাকিব অাল হাসান (বাংলাঃ) – রান : ১৩৪* – বয়স : ১৯ বছর ৩৪১ দিন।
৭। ওমর অাকমল (পাকঃ) – রান : ১০২* – বয়স : ১৯ বছর ৭৩ দিন।
৬। অাহম্মেদ সেজাদ (পাকঃ) – রান : ১১৫ – বয়স : ১৯ বছর ৭২ দিন।
৫। তামিম ইকবাল (বাংলাঃ) – রান : ১২৯ – বয়স : ১৯ বছর ০২ দিন।
৪। সেলিম এলাহি (পাকঃ) – রান : ১০২* – বয়স : ১৮ বছর ১২ দিন।
৩। ইমরান নাজির (পাকঃ) – রান : ১০৫* – বয়স : ১৮ বছর ১২১ দিন।
২। ওসমান গনি (অাফঃ) – রান : ১১৮ – বয়স : ১৭ বছর ২৪২ দিন।
১। সাইদ অাফ্রিদী (পাকঃ) – রান : ১০২ – বয়স : ১৬ বছর ২১৭ দিন।
Post a Comment