Header Ads

ফিট হয়ে উঠতে পারলে মুস্তাফিজের ইংল্যান্ডে যেতে কোনো বাধা নেই-বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন


বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাতানোর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও(আইপিএল) মাতিয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল খেলে দেশে ফিরেই ইংলিশ কাউন্টির দল সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজের।
শতভাগ ফিট না হলে মুস্তাফিজকে সাসেক্সে খেলতে দিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ফিট হয়ে উঠতে পারলে মুস্তাফিজের ইংল্যান্ডে যেতে কোনো বাধা নেই। রবিবার বিসিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
নাজমুল হাসান পাপন বলেন, প্রধান জিনিসটা হলো মুস্তাফিজের ফিটনেস। ফিটনেস সবার আগে। আমরা এখন পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি তাতে ওর ফিজিক্যাল কন্ডিশন অত ভালো না। আমরা খুব একটা ঝুঁকি নেব না। যদি ফিট থাকে তাহলে ও খেলতে যেতে পারবে।
তিনি বলেন,  ১০ দিন তো লাগবেই। এখন বিশ্রামে আছে। ৪-৫ দিন পর ঢাকা আসবে। এর পর অবস্থার পুণর্মূল্যায়ন করা হবে। একটা প্রোগ্রামের মধ্যে দেয়া হবে। পুণর্মূল্যায়নের আগে নিশ্চিত হয়ে বলা মুশকিল কত দিন লাগবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.