Header Ads

ম্যাচ থেকে বেরিয়ে গেল কেকেআর। আশা করছি আইপিএল থেকে নয় - শাহরুখ খান

ম্যাচ থেকে বেরিয়ে গেল কেকেআর। আশা করছি আইপিএল থেকে নয়। গুজরাত লায়ন্স খুব ভাল খেলেছে। জয়টা ওদের প্রাপ্য। আমি কেকেআর, রাজত্ব করাটা নতুন করে শিখতে হবে আমাদের। ম্যাচ হেরে যাওয়ার পর দল ও সমর্থকদের উদ্দেশ্যে এমনই একটি বার্তা দেন কেকেআরের মালিক শাহরুখ খান।
এই হারের পর প্লে-অফের অঙ্ক বড়ই কঠিন হয়ে গেছে নাইটদের। তার উপর হায়দরাবাদের বিরুদ্ধের দিল্লির জয় আরো বিপদের মুখে ঠেলে দিয়েছে কলকাতাকে। ৩য় ও চতুর্থ স্থানের জন্য এখন চারটি দলই সমান জায়গায়। চলুন দেখে নেওয়া যাক প্লে-অফের অঙ্ক।
কেকেআরের প্লে-অফ অঙ্ক:
* প্লে-অফ নিশ্চিত করতে গেলে ইডেনে রোববার সানরাইজার্সকে হারাতেই হবে।
* তবে তার পরেও নেট রান রেটের অঙ্কের দিকে তাকিয়ে থাকতে হতে পারে সাকিবদের।
* নেট রান রেটের বিচারে বেঙ্গালুরু, মুম্বাই, হয় আর দিল্লির চেয়ে এগিয়ে কেকেআর।
অবস্থান-
১. সানরাইজার্স হায়দরাবাদ : ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট। নেট রান রেট ০.৪০০।
২. গুজরাত লায়ন্স : ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট। নেট রান রেট ০.৪৭৯।
৩. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। নেট রান রেট ০.৯৩০।
৪. কলকাতা নাইট রাইডার্স : ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। নেট রান রেট ০.০২২।
৫. মুম্বাই ইন্ডিয়ান্স : ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। নেট রান রেট ০.০৮২।
৬. দিল্লি ডেয়ারডেভিলস : ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। নেট রান রেট ০.১২৫।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.