সাকিবসহ আরও একজন বিদেশি আনার চেষ্টা করছে আবাহনী
২৬ এপ্রিল মিরপুরে শেখ জামালের বিপক্ষে ব্যাটিং করছিল আবাহনী। দলের অবস্থা বেশ ভালো থাকায় বেশ চনমনে ছিল নীল-হলুদ শিবির। তখন আবাহনীর এক প্রভাবশালী কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয়েছিল, আইপিএল থেকে তামিমের ডাক এলে তারা ছাড়বেন কি-না। প্রশ্নটি এক ফুৎকারে উড়িয়ে দিলেন ওই কর্মকর্তা, ‘তামিমকে ছাড়ার প্রশ্নই আসে না!’ যদি মোটা ক্ষতিপূরণ দেয়? তাতেও টলানো গেল না তাকে, ‘টাকা দিয়ে আমরা কী করব? তামিম চলে গেলে তো ব্যাটিং বলতে আর কিছুই থাকবে না।’ তখন এমএস ধোনির পুনে সুপারজায়ান্টসের স্টিভেন স্মিথ, ফাফ ডু প্লেসিসসহ কয়েকজন বিদেশি একসঙ্গে ইনজুরিতে পড়লে তামিমকে নেওয়ার একটা গুঞ্জন শোনা গিয়েছিল। তবে তামিম একা আর আবাহনীকে টানতে পারছেন না। তাই আইপিএল থেকে সাকিবসহ আরও একজন বিদেশি আনার চেষ্টা করছে আবাহনী।
চার বছরের শিরোপা খরা ঘোচাতে প্লেয়ার্স ড্রাফটে দুই কোটির উপরে টাকা খরচ করে তারকাসমৃদ্ধ স্কোয়াড বানিয়েছিল আবাহনী। কিন্তু লীগের মাঝপথে এসে দেখা যাচ্ছে, শিরোপা তো দূরের বিষয়, আবাহনীর সুপার লীগে ওঠা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে। সাত ম্যাচে তিনটি জিতে তারা এখন পয়েন্ট টেবিলের নবম স্থানে। সুপার লীগে খেলতে হলে সামনের সব ম্যাচই জিততে হবে আবাহনীর। তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও।
Post a Comment