হায়দরাবাদকে ম্যাচে ফিরিয়ে এনেছেন এই মুস্তাফিজই
চার ওভার বল করে ২৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। বুধবার কলকাতার বিরুদ্ধে হায়দরাবাদের কোয়ালিফাইং ম্যাচে মুস্তাফিজুর রহমানের বোলিং ফিগার ছিল এটাই। একে তেমন ভালো কিছু বলাটা তাই কঠিন। যেখানে ভুবনেশ্বর কুমার ৩টি, হেনরিকস নিয়েছেন ২টি উইকেট!
হ্যাঁ, তারপরও মুস্তাফিজ। এই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এবং হায়দরাবাদকে ম্যাচে ফিরিয়ে এনেছেন এই মুস্তাফিজই। ম্যাচ শেষে ডেথ ওভারের বসই থাকলেন তিনি। তার দল জিতেছে ২২ রানে।
ম্যাচের ষষ্ঠ ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। সেই ওভারে তিনি দেন মাত্র ৩ রান। ১৩ নম্বর ওভারটিতে তিনি ১১ রান দিয়ে ফেলেছিলেন।
কিন্তু তারপর ১৭তম ওভারে মুস্তাফিজ যখন বল পান, তখন কিন্তু ম্যাচে দুদলেরই ফিফটি সুযোগ। এখানেই খেলা ছিল মুস্তাফিজের। মাত্র ৭ রান দেন এই ওভারে। এতে করে কলকাতার ব্যাটসম্যানদের ওপর মারাত্মক চাপ পড়ে যায়। তারা দ্রুত রান নেয়ার কথা ভাবতে বাধ্য হন।
আর ভুবনেশ্বর কুমার এই সুযাগটি নিয়েই উইকেট পান। হায়দরাবাদকে জয়ের পথ দেখান। পরের ওভারেও মুস্তাফিজ দেন ৭ রান। ডেথ ওভারে তার বসগিরিতেই তো সুগােগ পেয়েছে অন্যরা, জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
Post a Comment