Header Ads

ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে খেলে মুস্তাফিজ পাবেন ৩০ হাজার পাউন্ড

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষ করার পর ইংলিশ কাউন্টি ক্লাব সাসেক্সের হয়ে খেলতে যাওয়ার কথা কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমানের। বাংলাদেশি এই তরুণ পেসার কাউন্টিতে খেলতে যাবে কি না তা নিয়ে এখনও রয়েছে অনেক সংশয়।
আইপিএল শেষ করে সাসেক্সের হয়ে খেলে মুস্তাফিজ পাবেন ৩০ হাজার পাউন্ড (যা বাংলাদেশি প্রায় সাড়ে ৩৪ লাখ টাকা)।  তবে, এই মুহূর্তে মুস্তাফিজের কাছে এর সবই অর্থহীন। কোনো মতে আইপিএল শেষ করে সাতক্ষীরায় ফিরে যেতে পারলেই বেঁচে যান তিনি।
কারণ আইপিএল নিলামে সানরাইজার্স হায়দরাবাদের কাছে কাটার মুস্তাফিজ ১ কোটি ৭৫ লাখ টাকা বিক্রি হয়ে টানা ১২টি ম্যাচ খেলে ওর শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে গিয়েছে।
এ ছাড়াও গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলতে গিয়ে পায়ে সামান্য চোঁট পেয়েছেন মুস্তাফিজ। মুস্তাফিজ চোঁট পেলেও আইপিএল মিশন শেষ করে দেশের বিমানে উঠবেন।
এদিকে, ইংলিশ কাউন্টি দল সাসেক্স আইপিএল শেষে মুস্তাফিজকে পেতে মরিয়া কাউন্টি আসরে মুস্তাফিজের দলের অধিনায়ক লুক রাইট। তিনি জানিয়েছেন আগামী ১০ই জুন কাউন্টিতে অভিষেক হচ্ছে কাটার মুস্তাফিজের।
যদিও মুস্তাফিজ কাউন্টি টুনামেন্টে খেলবেন কি খেলাবেন না এই ব্যাপারে এখনও কিছু বলেননি কাটার মাষ্টার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আভাস পাওয়া যাচ্ছে মুস্তাফিজ কাউন্টি খেলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ সুর মিলেলি বলেন, ‘ইংলিশ কন্ডিশনের আলাদা একটা বিশেষত্ব আছে। এটা মুস্তাফিজের ক্যারিয়ারে বাড়তি ভ্যালু অ্যাড করবে।
ইংল্যান্ডে এক মৌসুম খেলা অন্য জায়গায় চার মৌসুম খেলার সমান। আমি জানি না, মুস্তাফিজের নিজের কি ইচ্ছা, তবে আমরা ওর মানসিক অবসাদ আর ফিটনেসের ব্যাপারটাকেও মাথায় রাখতে হবে। বোর্ড সভাপতি অবশ্য ওর দেখ ভালের কোনো কমতি করবেন না বলে ডেইলি স্টারকে আগেই জানিয়ে দিয়েছেন তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.