Header Ads

‘ফেয়ার-প্লে’ অ্যাওয়ার্ড জিতল বার্সেলোনা

টানা ষষ্ঠবারের মতো
‘ফেয়ার-প্লে’ অ্যাওয়ার্ড জিতল বার্সেলোনা। নান্দনিক ও পরিচ্ছন্ন ফুটবল খেলার স্বীকৃতি হিসেবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এই পুরস্কার উঠল মেসি-নেইমার-সুয়ারেজদের দলের শোকেসে। ফেয়ার-প্লে পুরস্কারটি দেয়ার ক্ষেত্রেবিবেচনায় রাখা হয় মৌসুম চলাকালীন ম্যাচগুলোতে ফুটবলারদের কম নিষেধাজ্ঞা ও কার্ডের বিষয়টি।
এ ক্ষেত্রে বার্সা পেছনে ফেলেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও দেপার্তিভো লা করুনাকে। বার্সার অর্জিত পয়েন্ট ৭১।রিয়ালের অবস্থান দ্বিতীয়। লস ব্লাঙ্কসদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। তৃতীয় স্থান অধিকারী দেপার্তিভোর পকেটে জমা পড়েছে ৯৪।
সপ্তাহ খানেক আগে গ্রানাডার বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়ে রিয়াল মাদ্রিদকে হতাশ করে স্প্যানিশ লা লিগায় নিজেদের ২৪তম শিরোপা জিতেছে বার্সা। ২২ মে কোপা দেল রের শিরোপার হাতছানি রয়েছে বার্সার সামনে। দেখা যাক, ফেয়ার-প্লে অ্যাওয়ার্ড ওই শিরোপা জিততে অনুপ্রাণিত করে কি না মেসি-নেইমার-সুয়ারেজদের!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.