বিপিএলের পরিবর্তিত সূচি
বৃষ্টি বাধায় বিপিএলের প্রথম তিন দিনের ম্যাচগুলো স্থগিত করা হয়েছে। তবে এই ম্যাচগুলো আবারো অনুষ্ঠিত হবে, আর আগামী ৮ নভেম্বর থেকে নতুন করে আসর শুরু হচ্ছে। আর তাতে বিপিএলের সূচিতে এসেছে পরিবর্তন। বিপিএলের গভর্নিং কাউন্সিল জানিয়েছে এমনটাই।
পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং কিংসের খেলা দিয়ে মাঠে গড়াবে বিপিএলের চতুর্থ আসর। একই দিন বরিশাল বুলসের বিপক্ষে লড়াইয়ে নামবে ঢাকা ডাইনামাইটস।
এদিকে ৪ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের পণ্ড হওয়া এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচটি নতুন করে অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। একইভাবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটি নতুন করে মাঠে গড়াবে ১০ নভেম্বর। এছাড়া ৫ নভেম্বর স্থগিত হওয়া চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের খেলা দুটি হবে ১৪ নভেম্বর।
আজ বোরবার যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল, সেই রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস এবং বরিশাল বুলস ও খুলনা টাইটান্সের খেলা দুটি এখন আর একই দিনে অনুষ্ঠিত হবে না। ভিন্ন ভিন্ন দিন ও ভেন্যুতে হবে। এর মধ্যে রংপুর ও রাজশাহীর খেলাটি হবে ২০ নভেম্বর, চট্টগ্রামে। আর বরিশাল ও খুলনার ম্যাচ হবে ২৮ নভেম্বর, ঢাকায়।
বিপিএল চতুর্থ আসরের ৭ দল
১. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২. ঢাকা ডায়নামাইটস
৩. চিটাগাং ভাইকিংস
৪. বরিশাল বুলস
৫. রংপুর রাইডার্স
৬. রাজশাহী কিংস
৭. খুলনা টাইটান্স
এবার একনজরে দেখে নিন বিপিএলের পরিবর্তিত সূচি:
পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ৮ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং কিংসের খেলা দিয়ে মাঠে গড়াবে বিপিএলের চতুর্থ আসর। একই দিন বরিশাল বুলসের বিপক্ষে লড়াইয়ে নামবে ঢাকা ডাইনামাইটস।
এদিকে ৪ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংসের পণ্ড হওয়া এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচটি নতুন করে অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর। একইভাবে রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্সের মধ্যকার প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটি নতুন করে মাঠে গড়াবে ১০ নভেম্বর। এছাড়া ৫ নভেম্বর স্থগিত হওয়া চিটাগাং ভাইকিংস ও বরিশাল বুলস এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটসের খেলা দুটি হবে ১৪ নভেম্বর।
আজ বোরবার যে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল, সেই রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস এবং বরিশাল বুলস ও খুলনা টাইটান্সের খেলা দুটি এখন আর একই দিনে অনুষ্ঠিত হবে না। ভিন্ন ভিন্ন দিন ও ভেন্যুতে হবে। এর মধ্যে রংপুর ও রাজশাহীর খেলাটি হবে ২০ নভেম্বর, চট্টগ্রামে। আর বরিশাল ও খুলনার ম্যাচ হবে ২৮ নভেম্বর, ঢাকায়।
বিপিএল চতুর্থ আসরের ৭ দল
১. কুমিল্লা ভিক্টোরিয়ান্স
২. ঢাকা ডায়নামাইটস
৩. চিটাগাং ভাইকিংস
৪. বরিশাল বুলস
৫. রংপুর রাইডার্স
৬. রাজশাহী কিংস
৭. খুলনা টাইটান্স
এবার একনজরে দেখে নিন বিপিএলের পরিবর্তিত সূচি:
ম্যাচ নং
|
তারিখ
|
সময়
|
ম্যাচ
|
ভেন্যু
|
১.
|
৮ নভেম্বর
|
দুপুর ২ টা
|
চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স
|
ঢাকা
|
২.
|
সন্ধ্যা ৭ টা
|
ঢাকা ডাইনামাইটস ও বরিশাল বুলস
|
ঢাকা
| |
৩.
|
৯ নভেম্বর
|
দুপুর ২ টা
|
খুলনা টাইটানস ও রাজশাহী কিংস
|
ঢাকা
|
৪.
|
সন্ধ্যা ৭ টা
|
রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস
|
ঢাকা
| |
৫.
|
১০নভেম্বর
|
সন্ধ্যা ৭ টা
|
রংপুর রাইডার্স ও খুলনা টাইটানস
|
ঢাকা
|
৬.
|
১১নভেম্বর
|
দুপুর ২ টা
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস
|
ঢাকা
|
৭.
|
সন্ধ্যা ৭ টা
|
ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস
|
ঢাকা
| |
৮.
|
১২ নভেম্বর
|
দুপুর ২ টা
|
খুলনা টাইটানস ও চিটাগং ভাইকিংস
|
ঢাকা
|
৯.
|
সন্ধ্যা ৭ টা
|
রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস
|
ঢাকা
| |
১০.
|
১৩ নভেম্বর
|
দুপুর ২ টা
|
বরিশাল বুলস ও রাজশাহী কিংস
|
ঢাকা
|
১১.
|
সন্ধ্যা ৭ টা
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইটানস
|
ঢাকা
| |
১২.
|
১৪ নভেম্বর
|
দুপুর ২ টা
|
বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস
| |
১৩.
|
সন্ধ্যা ৭ টা
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস
|
ঢাকা
| |
১৪.
|
১৭ নভেম্বর
|
দুপুর ২ টা
|
চিটাগং ভাইকিংস ও ঢাকা ডাইনামাইটস
|
চট্টগ্রাম
|
১৫.
|
সন্ধ্যা ৭ টা
|
বরিশাল বুলস ও রংপুর রাইডার্স
|
চট্টগ্রাম
| |
১৬.
|
১৮ নভেম্বর
|
দুপুর ২ টা
|
চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস
|
চট্টগ্রাম
|
১৭.
|
সন্ধ্যা ৭ টা
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স
|
চট্টগ্রাম
| |
১৮.
|
১৯ নভেম্বর
|
দুপুর ২ টা
|
ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস
|
চট্টগ্রাম
|
১৯.
|
সন্ধ্যা ৭ টা
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস
|
চট্টগ্রাম
| |
২০.
|
২০ নভেম্বর
|
সন্ধ্যা ৭ টা
|
বরিশাল বুলস ও খুলনা টাইটানস
|
চট্টগ্রাম
|
২১.
|
২১ নভেম্বর
|
দুপুর ২ টা
|
ঢাকা ডাইনামাইটস ও রাজশাহী কিংস
|
চট্টগ্রাম
|
২২.
|
সন্ধ্যা ৭ টা
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস
|
চট্টগ্রাম
| |
২৩.
|
২২ নভেম্বর
|
দুপুর ২ টা
|
খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স
|
চট্টগ্রাম
|
২৪.
|
সন্ধ্যা ৭ টা
|
বরিশাল বুলস ও চিটাগং ভাইকিংস
|
চট্টগ্রাম
| |
২৫.
|
২৫ নভেম্বর
|
দুপুর ২ টা
|
রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস
|
ঢাকা
|
২৬.
|
সন্ধ্যা ৭ টা
|
বরিশাল বুলস ও খুলনা টাইটানস
|
ঢাকা
| |
২৭.
|
২৬ নভেম্বর
|
দুপুর ২ টা
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডাইনামাইটস
|
ঢাকা
|
২৮.
|
সন্ধ্যা ৭ টা
|
খুলনা টাইটানস ও রাজশাহী কিংস
|
ঢাকা
| |
২৯.
|
২৭ নভেম্বর
|
দুপুর ২ টা
|
বরিশাল বুলস ও ঢাকা ডাইনামাইটস
|
ঢাকা
|
৩০.
|
সন্ধ্যা ৭ টা
|
রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস
|
ঢাকা
| |
৩১.
|
২৮ নভেম্বর
|
সন্ধ্যা ৭ টা
|
রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস
|
ঢাকা
|
৩২.
|
২৯ নভেম্বর
|
দুপুর ২ টা
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস
|
ঢাকা
|
৩৩.
|
সন্ধ্যা ৭ টা
|
খুলনা টাইটানস ও চিটাগং ভাইকিংস
|
ঢাকা
| |
৩৪.
|
৩০ নভেম্বর
|
দুপুর ২ টা
|
রংপুর রাইডার্স ও ঢাকা ডাইনামাইটস
|
ঢাকা
|
৩৫.
|
সন্ধ্যা ৭ টা
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস
|
ঢাকা
| |
৩৬.
|
১ ডিসেম্বর
|
সন্ধ্যা ৭ টা
|
বরিশাল বুলস ও রাজশাহী কিংস
|
ঢাকা
|
৩৭.
|
২ ডিসেম্বর
|
দুপুর ২ টা
|
খুলনা টাইটানস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স
|
ঢাকা
|
৩৮.
|
সন্ধ্যা ৭ টা
|
ঢাকা ডাইনামাইটস ও চিটাগং ভাইকিংস
|
ঢাকা
| |
৩৯.
|
৩ ডিসেম্বর
|
দুপুর ২ টা
|
রংপুর রাইডার্স ও বরিশাল বুলস
|
ঢাকা
|
৪০.
|
সন্ধ্যা ৭ টা
|
রাজশাহী কিংস ও চিটাগং ভাইকিংস
|
ঢাকা
| |
৪১.
|
৪ ডিসেম্বর
|
দুপুর ২ টা
|
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স
|
ঢাকা
|
৪২.
|
সন্ধ্যা ৭ টা
|
ঢাকা ডাইনামাইটস ও খুলনা টাইটানস
| ||
৪৩.
|
৬ ডিসেম্বর
|
দুপুর ২ টা
|
এলিমিনেটর
|
ঢাকা
|
৪৪.
|
সন্ধ্যা ৭ টা
|
প্রথম কোয়ালিফায়ার
|
ঢাকা
| |
৪৫.
|
৭ ডিসেম্বর
|
সন্ধ্যা ৭ টা
|
দ্বিতীয় কোয়ালিফায়ার
|
ঢাকা
|
৪৬.
|
৯ ডিসেম্বর
|
সন্ধ্যা ৭ টা
|
ফাইনাল
|
ঢাকা
|
১০ ডিসেম্বর
|
ফাইনালের জন্য রিজার্ভ ডে
|
ঢাকা
|
Post a Comment