Header Ads

আবারো বাংলাদেশে ডেভ হোয়াটমোর



প্রায় এক দশক পর আবার বাংলাদেশে কোচ হিসেবে এসেছেন ডেভ হোয়াটমোর। তবে জাতীয় দল নয়, এবার এসেছেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলসের কোচ হয়ে।
বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে তার কাছে অনুশীলন করেছে বরিশাল বুলস।
প্র্যাকটিসের ফাঁকে হোয়াটমোর বলেন: শনিবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবো। গত বছর বরিশালে যারা খেলেছে, এবার তার চেয়ে ভিন্ন কিছু খেলোয়াড় যোগ হয়েছে। অনেকে চলে গেছে। তবে আমরা টুর্নামেন্টটি উপভোগ করতে চাই। নিজেদের সেরাটা দিয়ে এগোতে চাই। সেরাটা দিতে পারলে ফলাফল এমনিতেই চলে আসবে।
বিপিএলের তৃতীয় আসরে বরিশাল বুলস রানার্সআপ হয়েছিল। স্বাভাবিকভাবেই এবার বাড়তি চাপ থাকবে।
হোয়াটমোর বিষয়টিকে দেখছেন এভাবে: ‘হ্যাঁ, চাপতো থাকবেই। ভালো নৈপুণ্য দেখানোর চাপ দলের ওপর সব সময়ই থাকে। আমরা ভালো ফলাফল পেয়েছিলাম গত বছর। এ বছর অবশ্যই আমরা সেরকম কিছু করতে চাই। কিন্তু এর আগে আমাদের ভালো খেলা নিশ্চিত করতে হবে।
তিনি ছাড়া বিপিএলে বিদেশী কোচ আর একজন– স্টুয়ার্ট ল। তিনিও বাংলাদেশের সাবেক জাতীয় কোচ।
এবারের বিপিএলে কোচ তালিকা: সারোয়ার ইমরান (রাজশাহী কিংস), খালেদ মাহমুদ সুজন (ঢাকা ডায়নামাইটস), জাভেদ ওমর (রংপুর রাইডার্স), স্টুয়ার্ট ল (খুলনা টাইটান্স), মিজানুর রহমান বাবুল (কুমিল্লা ভিক্টোরিয়ান্স), মোহাম্মদ সালাউদ্দিন (চিটাগাং ভাইকিংস)।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.