ফাইনালের নায়ক কাপালি এবার মাহমুদউল্লাহর খুলনায়
গত বিপিএলে প্লেয়ার্স বাই চয়েজ-এ অলক কাপালী ছিলেন উপেক্ষিত। প্রথমে কেউ দলে নেয়নি অভিজ্ঞ ব্যাটসম্যানকে। নানা নাটকীয়তার পর বিপিএলে দল পেয়েছিলেন তিনি। আর সেই অলকই শেষ পর্যন্ত বনে যান ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের নায়ক।
২৮ বলে অপরাজিত ৩৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয় এনে দিয়েছিলেন অলক। রুদ্ধশ্বাস ফাইনালে কুমিল্লা ৩ উইকেটে হারিয়েছে বরিশাল বুলসকে। গত আসরের ফাইনালের নায়ক কাপালি এবার খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্সের হয়ে।
খুলনায় বড় কোনো তারকা নেই! তবে পরীক্ষিত ও অভিজ্ঞ ক্রিকেটারদের উপর আস্থা রাখছে দলটি। বিপিএলের নিয়মিত তারকা কেভিন কুপার এবার কুপার খেলবেন খুলনায়। ৪৯টি উইকেট নিয়ে বিপিএলের সর্বাধিক উইকেটশিকারী এ ক্যারিবিয়ান। সঙ্গে আছেন সতীর্থ আন্দ্রে ফ্লেচার ও লেন্ডল সিমন্স। এছাড়া নিকোলাস পুরান, রিকি ওয়েলস, বেন হওয়েলকে উদীয়মান ক্রিকেটারদের নিয়েছে খুলনা।
মাহমুদউল্লাহর সঙ্গে জাতীয় দলের সতীর্থ শফিউল ইসলামও আছেন খুলনায়। এছাড়া আছেন শুভাগত হোমের মতো প্রতিভাবান ক্রিকেটারও। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলও আলো ছড়াবেন খুলনার হয়ে। ভক্তদের প্রত্যাশা এমনই।
খুলনা টাইটান্সের খেলোয়াড়রা :
দেশি খেলোয়াড় : মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), শুভাগত হোম, আরিফুল হক, আবদুল মজিদ, অলক কাপালি, মোশাররফ রুবেল, শফিউল ইসলাম, তাইবুর রহমান, আবদুল হালিম, হাসানুজ্জামান, নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন সাদ্দাম, ।
বিদেশি খেলোয়াড়: কেভন কুপার, বেনি হাওয়েল, রিকি ওয়েসেলস, মোহাম্মদ আসগর, জুনাইদ খান, বেন লাফলিন, লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান।
২৮ বলে অপরাজিত ৩৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জয় এনে দিয়েছিলেন অলক। রুদ্ধশ্বাস ফাইনালে কুমিল্লা ৩ উইকেটে হারিয়েছে বরিশাল বুলসকে। গত আসরের ফাইনালের নায়ক কাপালি এবার খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটান্সের হয়ে।
খুলনায় বড় কোনো তারকা নেই! তবে পরীক্ষিত ও অভিজ্ঞ ক্রিকেটারদের উপর আস্থা রাখছে দলটি। বিপিএলের নিয়মিত তারকা কেভিন কুপার এবার কুপার খেলবেন খুলনায়। ৪৯টি উইকেট নিয়ে বিপিএলের সর্বাধিক উইকেটশিকারী এ ক্যারিবিয়ান। সঙ্গে আছেন সতীর্থ আন্দ্রে ফ্লেচার ও লেন্ডল সিমন্স। এছাড়া নিকোলাস পুরান, রিকি ওয়েলস, বেন হওয়েলকে উদীয়মান ক্রিকেটারদের নিয়েছে খুলনা।
মাহমুদউল্লাহর সঙ্গে জাতীয় দলের সতীর্থ শফিউল ইসলামও আছেন খুলনায়। এছাড়া আছেন শুভাগত হোমের মতো প্রতিভাবান ক্রিকেটারও। আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলও আলো ছড়াবেন খুলনার হয়ে। ভক্তদের প্রত্যাশা এমনই।
খুলনা টাইটান্সের খেলোয়াড়রা :
দেশি খেলোয়াড় : মাহমুদউল্লাহ রিয়াদ (আইকন), শুভাগত হোম, আরিফুল হক, আবদুল মজিদ, অলক কাপালি, মোশাররফ রুবেল, শফিউল ইসলাম, তাইবুর রহমান, আবদুল হালিম, হাসানুজ্জামান, নাঈম ইসলাম জুনিয়র, নূর হোসেন সাদ্দাম, ।
বিদেশি খেলোয়াড়: কেভন কুপার, বেনি হাওয়েল, রিকি ওয়েসেলস, মোহাম্মদ আসগর, জুনাইদ খান, বেন লাফলিন, লেন্ডল সিমন্স, আন্দ্রে ফ্লেচার, নিকোলাস পুরান।
Post a Comment