Header Ads

দ্বিতীয় ম্যাচের জন্য সম্ভাব্য বাংলাদেশের একাদশ

bangladesh cricket team এর চিত্র ফলাফল
প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে যাওয়া বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (রবিবার) ইংল্যান্ডের মুখোমুখি হবে। টাইগারদের জন্য সিরিজে বাঁচা-মরার এই ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে শুরু হবে।
প্রথম ম্যাচে ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকসের শতকে ৫০ ওভারে ৩০৯ রান করে ইংল্যান্ড। অভিষেক হওয়া বেন ডাকেট ও ইংল্যান্ডের অধিনায়ক অর্ধশত করেন। জবাবে ব্যাট করতে নেমে জয়ের কাছাকাছি গিয়ে আকস্মিক ব্যাটিং বিপর্যয়ে হেরে যায় স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে ইমরুল কায়েস করেন ১১২ রান। এছাড়া সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৭৯ রান। অভিষেক হওয়া ইংলিশ পেসার জ্যাক বল নিয়েছেন ৫ উইকেট এছাড়া আদিল রশিদ নিয়েছে ৪ উইকেট।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ম্যাচ হারার কারণ হিসেবে মাশরাফি ফিল্ডিংয়ের ব্যর্থতার কথা বললেও বাংলাদেশের হারার প্রধাণ কারণ ছিলো শেষের দিকে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়। টাইগারদের শেষ ৬ উইকেট পরেছে মাত্র ১৯ রানে।
১-০ তে এগিয়ে থাকা ইংল্যান্ড এখন সিরিজ জয়ের অনেক কাছে অন্যদিকে বাংলাদেশ পরবর্তি ম্যাচ জিতে সিরিজে টিকে থাকতে চাইছে। ইংল্যান্ড দলে পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও বাংলাদেশ দলে পরিবর্তন আসতে পারে। মোশাররফ হোসেন রুবেলের জায়গায় দেখা যেতে পারে নাসির হোসেনকে। আগের ম্যাচে ৩ ওভার বল করে বিনা উইকেটে ২৩ রান দিয়েছেন মোশাররফ হোসেন। ফিল্ডিংয়ে মিস করেছিলেন দুইটি মূল্যবান ক্যাচ। এছাড়া ব্যাটিংয়ে নেমে ১৮ বলে করেছিলেন ৭ রান। ্তাই, তার জায়গায় অনেক দিন জাতীয় দলের বাহিরে থাকা নাসিরের খেলার সম্ভাবনা বেশি।
একদিনের ক্রিকেটে এপর্যন্ত ১৭ বারের দেখায় বাংলাদেশ জিতেছে মাত্র তিনটি ম্যাচ অন্যদিকে ইংল্যান্ডের জয় ১৪ টিতে। তবে শুক্রবারের ম্যাচের আগে সর্বশেষ চার দেখায় তিনটিতেই জয়ী দল ছিলো বাংলাদেশ। বর্তমান একদিনের ক্রিকেট র‍্যাংকিং অনুযায়ী বাংলাদেশের থেকে দুই ধাপ উপরে আছে ইংল্যান্ড। ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে সাত নাম্বারে অন্যদিকে ১০৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে পাঁচ নাম্বারে।
দ্বিতীয় ম্যাচের জন্য সম্ভাব্য বাংলাদেশের একাদশঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাসির হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.