Header Ads

মোসাদ্দেক অসাধারন : মাশরাফি

মোসাদ্দেক অসাধারন : মাশরাফি

ব্যাটিং-বোলিং-ফিল্ডিং; অভিষেক ওয়ানডেতে তিনটি বিভাগেই বাজিমাত করেছেন। স্লো উইকেটে বলে দুই ছক্কা আর চারটি চারের সৌজন্যে ৪৫ বলে ৪৫ রানই ডান-হাতি মোসাদ্দেকে বুঁদ হয়ে থাকার জন্য যথেষ্ট ছিল।

কিন্তু তিনি থামলেন না। বল হাতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পেয়ে চলে গেলেন এলিট বোলারদের ক্লাবে। তখনও তাকে পার্টটাইম বোলারই মনে হচ্ছিল। কিন্তু, যখন ১০ ওভারে মোটে ৩০ রান দিয়ে দুই উইকেট নিয়ে বোলিং শেষ করলেন, তখন আর বলার অপেক্ষা থাকলো না যে দারুণ অফস্পিন বল জানা দারুণ এক ব্যাটিং অলরাউন্ডারের আবির্ভাব ঘটেছে।

এমনকি ফিল্ডিং-ক্যাচিংয়েও তিনি ছিলেন সাবলীল। ম্যাচের শেষ ওভারেই তাসকিন আহমেদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে নিলেন নজিবুল্লাহ জাদরানের দারুণ এক ক্যাচ। সব মিলিয়ে দুই রানে হেরে যাওয়া ম্যাচে বাংলাদেশের ‘বড়’ প্রাপ্তি এই মোসাদ্দেক।


                           

মাশরাফির চোখেও প্রায় ২১ বছর বয়সী এই খুঁদে মোসাদ্দেক এক বিস্ময়ের নাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চোখে মুখে ম্যাচ হারের ক্লান্তি হতাশা নিয়েও তিনি ময়মনসিংহ থেকে উঠে আসা এই ক্রিকেটারের প্রশংসাই করলেন।

বললেন, ‘মোসাদ্দেক আনবিলিভেবল। আমি আশা করিনি তাকে ১০ ওভার বোলিং করানো যাবে। আমি প্রথম রিয়াদকে (মোসাদ্দেকের জায়গায়) বোলিংয়ে আনতে চেয়েছিলাম। পরে দেখলাম মোসাদ্দেক আজ ব্যাটিং ভালো করেছে, হয়তো কনফিডেন্ট থাকবে। সে কারনেই ওকে আনা। তবে আমি বলবো আজ দলের মধ্যে সবচেয়ে ‘আপ টু দ্য মার্ক’ ছিলো মোসাদ্দেক। সবাই যদি এভাবে একটু করে অবদান রাখতো তাহলে ম্যাচ জিততে পারতাম।’

তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি এখন দাঁড়িয়েছে ১-১ এ। হাতে এখনো সুযোগ রয়েছে বাংলাদেশের। তাই আশা হারাচ্ছেন না মাশরাফি। জানালেন, শেষ সুযোগটি কাজে লাগাতে চায় তার দল।

বোঝা গেল, কেবল মোসাদ্দেক-প্রাপ্তিতে বুঁদ হয়ে নেই স্বাগতিক দল!

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.