অাজ অসাধারন একটা রেকর্ড গড়লেন সাকিব অাল হাসান
ওয়ানডেতে শততম জয়ের প্রত্যাশায় এই ম্যাচে নেমেছিল বাংলাদেশ। সেটি হয়নি। তবে একটা জায়গায় সেঞ্চুরি ছুঁয়েছেন সাকিব আল হাসান। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের অলরাউন্ডার।
সাকিবের আগে ওয়ানডে ইতিহাসে একমাঠে একশ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে মাত্র দুজন বোলারের। শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে ১২২ উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম, একই মাঠে ১১৪টি ওয়াকার ইউনুস।
শের-ই-বাংলায় ৯৬ উইকেট নিয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমেছিলেন সাকিব। নিজের দ্বিতীয় ওভারেই নেন দুই উইকেট।
প্রথম স্পেলে উইকেট ছিল ওই দুটিই। পরের স্পেলে পাননি কোনো উইকেট। তৃতীয় স্পেলে ফিরেই আউট করেন বিপজ্জনক মোহাম্মদ শাহজাদকে। এরপর নিজের শেষ ওভারে রশিদ খানকে এলবিডব্লিউ করে স্পর্শ করেন এই মাঠে উইকেটের শতক।
মিরপুরে সাকিবের প্রথম উইকেট ছিল এই মাঠে প্রথম ম্যাচেই। ২০০৬ সালের ডিসেম্বরে জিম্বাবুয়ের এল্টন চিগুম্বুরা ছিলেন প্রথম শিকার। ওয়ানডে ক্যারিয়ারের একমাত্র ৫ উইকেট পেয়েছেন এই মিরপুরেই।
মিরপুরে ৭০ ম্যাচে ১০০ উইকেট হলো সাকিবের। ওয়াকার শারজাহয় ১১৪ উইকেট নিয়েছিলেন ৬১ ম্যাচে। আকরামের ১২২ উইকেট ৭৭ ম্যাচে।
সেরা পাঁচে সাকিব ছাড়া আছেন বাংলাদেশের আরও একজন। শের-ই-বাংলা স্টেডিয়ামেই ৫৩ ম্যাচে ৭৭ উইকেট নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শারজাহতে ৪৫ ম্যাচে ৮২ উইকেট নিয়ে চার নম্বরে মুত্তিয়া মুরালিধরন।
মাশরাফির ঠিক পরেই আছেন আব্দুর রাজ্জাক। শের-ই-বাংলা স্টেডিয়ামেই ৫২ ম্যাচে ৭৫ উইকেট রাজ্জাকের। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৫৭ ম্যাচে ৭৫ উইকেট মুরালিধরনের।
Post a Comment