হাতুরুসিংহের স্বাধীনতায় বদলে গেছেন মাশরাফি-মুশফিকরা
থিলান সামারাবীরা ও চান্দিকা হাতুরুসিংহের সম্পর্কটা একদিক থেকে যেমন পেশাগত অন্যদিক থেকে তারা স্বদেশী। তাই নিজেদের মধ্যে টানটাও বেশি। এখনও বাংলাদেশ দলের সাথে তেমন পরিচিত হয়ে উঠতে পারেননি নতুন ব্যাটিং কোচ সামারাবীরা কিন্তু গেল দুই বছর থেকে মাশরাফি-মুশফিকদের হেড স্যারের দায়িত্ব পালন করছেন হাতুরুসিংহে। আর হাতুরুসিংহের দলকে স্বাধীনতা দেওয়াতেই বাংলাদেশ দল বদলে গেছে এমনটাই মনে করেন শ্রীলঙ্কান সামারাবীরা।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনে তাদের সাথে যোগ দিয়েছে পুরো কোচিং স্টাফ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন সামারাবীরা। তিনি বলেন, ‘আমি মনে করি চান্দিকা ও অন্যান্য কোচিং স্টাফ ক্রিকেটারদের যেই স্বাধীনতা দিয়েছে তার কারণে তারা বিশ্বাস করতে পেরেছে যে শীর্ষে থাকা দলগুলোর বিপক্ষে তারা লড়াই করতে পারবে। শেষ ১৮ মাস তারা ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে। এশিয়া কাপের ফাইনাল খেলেছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়ার কাছাকাছি ছিল।’
সামারাবীরার মতে, চান্দিকার তত্বাবধানেই বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটার বদলে গেছে। তিনি বলেন, ‘আমি মনে করি এটা বড় একটা পরিবর্তন। ক্রিকেটাররা যত স্বাধীনতা পাবে তারা তত নিজেদের খেলার উন্নতি করতে পারবে।’
হাতুরুসিংহের প্রশংসা করে সামারাবীরা বলেন, ‘আমার ক্যারিয়ার ছিল ২০০১ থেকে ২০০৬। আমি শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়ার পর হাথুরু আমাকে বদলে দিয়েছিল। আমার টেকনিক, মনঃসংযোগ সবকিছুতে সে আমূল পরিবর্তন এনেছিল। বাংলাদেশেও সেটা করছে। আমি জানি তিনি ক্রিকেটকে ভালোবেসে কিভাবে সব বদলে দিতে পারেন এবং তার সাথে কাজ করা আমার খুব ভালো লাগবে।’
Post a Comment