নাসির নাকি মোসাদ্দেক? কে জায়গা পাবে সেরা দলে?
টানা দশ মাস হলো কনো ওয়ানডে ম্যাচ খেলা হয়নি জাতীয় দলের। অবশেষে অাগামী ২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে অাফগানস্তানের বিপক্ষে। এই মাসে আফগানিস্থান দলের বিপক্ষে তিন ম্যাচে ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। তবে তার পরই ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ইংল্যান্ড ও আফগানিস্থান সিরিজে ভালো কিছু করার জন্য এখন অনুশীলনে ব্যাস্ত বাংলাদেশ।
অনেক দিন ধরে জাতীয় দলের সেরা একাদশ থেকে বাইরে অলরাউন্ডার নাসির হোসেন। তবে এই সিরিজকেই হয়তো সুযোগ হিসেবে কাজে লাগাতে পারেন জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। এক সময়ে জাতীয় দলের অন্যতম ভরসা ছিলেন নাসির।বাজে ফর্মের কারণে ২০১৪ সালের এশিয়া কাপের পর দল থেকে বাদ পড়েন তিনি। এখন স্কোয়াডে জায়গা পেলেও একাদশে নিয়মিত জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে নাসিরের।
চলতি বছরের ঢাকা প্রিমিয়ার লীগে অলরাউন্ড পারফর্মেন্সে নিজেকে তুলে ধরেছেন তিনি। ১৬ ম্যাচে ১২ ইনিংসে দ্বিতীয় সেরা ৭৫.৪২ গড় ও ৯৬.৮৮ স্ট্রাইক রেটে রান করেছেন ৫২৮। তাছাড়া বল হাতে ১৬ ম্যাচ খেলে ৪.২৬ ইকনোমিতে উইকেট নিয়েছেন ১৪টি।
তবে নাসিরের জন্য চিন্তার বিষয় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকতে পারেন তরুন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। চলতি বছরের ঢাকা প্রিমিয়ার লীগে চমৎকার খেলেছেন তিনি। সেরা রান সংগ্রাহকের তালিকায় মোসাদ্দেক ছিলেন ষষ্ট অবস্থানে। ডেথ ওভারে দ্রুত রান তুলতে পারেন তিনি। টুর্নামেন্ট জুড়ে স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত। ১৬ ম্যাচে ১৪ ইনিংসে ৭৭.৭৫ গড়ে ও ১০৪.৮৯ স্ট্রাইক রেটে রান করেছেন ৬২২। তাছাড়া বল হাতে ১৬ ম্যাচ খেলে ২৮ গড়ে ও ৪.২০ ইকনোমি রেটে উইকেট নিয়েছেন ১৫টি। তবে এখন পয়ন্ত কনো অান্তজাতীক ওয়ানডে ম্যাচ খেলা হয়নি তার। হয়ত এই সিরিজে সেরা একাদশে ডাক পেতে পারেন তিনি।
চলতি বছরের ঢাকা প্রিমিয়ার লীগে অলরাউন্ড পারফর্মেন্সে নিজেকে তুলে ধরেছেন তিনি। ১৬ ম্যাচে ১২ ইনিংসে দ্বিতীয় সেরা ৭৫.৪২ গড় ও ৯৬.৮৮ স্ট্রাইক রেটে রান করেছেন ৫২৮। তাছাড়া বল হাতে ১৬ ম্যাচ খেলে ৪.২৬ ইকনোমিতে উইকেট নিয়েছেন ১৪টি।
তবে নাসিরের জন্য চিন্তার বিষয় তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকতে পারেন তরুন ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। চলতি বছরের ঢাকা প্রিমিয়ার লীগে চমৎকার খেলেছেন তিনি। সেরা রান সংগ্রাহকের তালিকায় মোসাদ্দেক ছিলেন ষষ্ট অবস্থানে। ডেথ ওভারে দ্রুত রান তুলতে পারেন তিনি। টুর্নামেন্ট জুড়ে স্ট্রাইক রেট ছিল দুর্দান্ত। ১৬ ম্যাচে ১৪ ইনিংসে ৭৭.৭৫ গড়ে ও ১০৪.৮৯ স্ট্রাইক রেটে রান করেছেন ৬২২। তাছাড়া বল হাতে ১৬ ম্যাচ খেলে ২৮ গড়ে ও ৪.২০ ইকনোমি রেটে উইকেট নিয়েছেন ১৫টি। তবে এখন পয়ন্ত কনো অান্তজাতীক ওয়ানডে ম্যাচ খেলা হয়নি তার। হয়ত এই সিরিজে সেরা একাদশে ডাক পেতে পারেন তিনি।
Post a Comment