অাফগানস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভব্য দল
সব সমস্যার অবসন ঘটিয়ে অবশেষে অাজ বিকালে ভারতে একটি বিমানে করে ঢাকা এসেছে অাফগানস্তান ক্রিকেট দল। অবশেষে ছয় মাসের অপেক্ষার প্রহর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের। অাগামী ২৩ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ এবং অাফগানস্তান এবং ২৫ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। তবে ওয়ানডে ম্যাচের জন্য এখন দল ঘোষনা করেনি বিসিবি। তবে অাজ দল ঘোষনা করবে বিসিবি। অাসুন দেখে নেই বাংলাদেশের সম্ভব্য স্কোয়াড।
বাংলাদেশ দলের নিয়মত ক্রিকেটার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুসফিকুর রহিম, সাকিব অাল হাসান, সাব্বির রহমানতো থাকছেনই। তবে তামিম সাথে ওপেনিংয়ে থাকবে এনামুল হক বিজয়, ইমরুল কায়েস অথবা সৌম্য সরকারের মধ্যে যে কনো দুইজন। অার সে দিক থেকে এগিয়ে অাছে সৌম্য এবং বিজয়। এই দুইজনের মধ্যে একজনকে দেখা যাবে তামিমের সাথে।
তবে চমক থাকছে এর পরে জাতীয় দলের সিনিয়ার ক্রিকেটার নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন এবং মেহেদি হাসান মিরাজের মধ্যে যে কনো দুই জন থাকবে স্কোয়াডে। তবে এদের মধ্যে নাসির হোসেন বেশী এগিয়ে। স্পিনে রয়েছে তাইজুল ইসলাম এবং মোশারফ হোসেন রুবেল। স্কোয়াডে মোশারফ হোসেন রুবেলের থাকার সম্ভব্যনাই বেশী। তবে সমস্যা
পড়তে হচ্ছে পেস বোলিংয়ে। ইনজুরির কারনে দলে নেই মোস্তাফিজ এবং বোলিং অ্যাকষনের কারনে নেই তাসকিন। অনেক দিন দলের বাইরে রুবেল থাকবে চূড়ান্ত দলে তার সাথে শফিউল এবং অাল অামিনের মধ্যে একজন। তবে তাসকিন ফিরলে কপাল পুড়তে পারে অাল অামিনের।
চলুন দেখে নেই চূড়ান্ত সম্ভব্য স্কোয়াড
মাশরাফি বিন মুর্তজা
তামিম ইকবাল
এনামুল হক বিজয়
সৌম্য সরকার
সাকিব আল হাসান
মাহমুদউল্লাহ রিয়াদ
নাসির হোসেন
মুশফিকুর রহিম
সাব্বির রহমান
মোসাদ্দেক হোসেন / মেহেদী হাসান মিরাজ
শফিউল ইসলাম
রুবেল হোসেন
মোশারফ হোসেন রুবেল
আল আমিন হোসেন / তাসকিন আহমেদ
তামিম ইকবাল
এনামুল হক বিজয়
সৌম্য সরকার
সাকিব আল হাসান
মাহমুদউল্লাহ রিয়াদ
নাসির হোসেন
মুশফিকুর রহিম
সাব্বির রহমান
মোসাদ্দেক হোসেন / মেহেদী হাসান মিরাজ
শফিউল ইসলাম
রুবেল হোসেন
মোশারফ হোসেন রুবেল
আল আমিন হোসেন / তাসকিন আহমেদ
Post a Comment