Header Ads

চমক রেখে অাফগানস্তানের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষনা

চমক রেখে অাফগানস্তানের বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষনা
ইংল্যান্ডের বিপক্ষে হোমে সিরিজের আগে ২৫, ২৮ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানদের বিপক্ষে প্রথম এবং দ্বিতীয় ওয়ানডের দল ঘোষণা করা হয়।
এর আগে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ২০ জনের দল ঘোষণা করে বিসিবি। ২০ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন এইচপি ক্যাম্পের মেহেদি হাসান মিরাজ, শুভাশিষ রায় ও আলাউদ্দিন বাবু।
১৩ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়াদের তালিকায় রয়েছেন এইচপি ক্যাম্পের ক্রিকেটাররা। এছাড়া দলের বাইরে থাকতে হচ্ছে এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, মোশাররফ হোসেন রুবেল, আল-আমিন হোসেনকে।
ঈদুল আজহার ছুটি কাটিয়ে গত ১৮ সেপ্টেম্বর ২০ সদস্যের স্কোয়াড মিরপুরে ক্যাম্পে যোগ দেন। ফ্লাডলাইটের আলোয় সেখানে অনুশীলনের পাশাপাশি নিজেদের আরও ভালোভাবে ঝালাই করার জন্য টাইগাররা প্রস্তুতি ম্যাচ খেলেছে।
১৩ সদস্যের বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.