Header Ads

বিপিএলে পুরনো দলে থেকে যাওয়া ১০ দেশি ক্রিকেটারের তালিকা

বিপিএলে পুরনো দলে থেকে যাওয়া ১০ দেশি ক্রিকেটারের তালিকা
আগেই বলা হয়েছিল, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরে প্রত্যেকটি দল তাদের পুরনো দুজন ক্রিকেটারকে দলে রাখতে পারবে। অবশেষে আনুষ্ঠানিকভাবে পাঁচ ফ্র্যাঞ্চাইজির সেই দশজন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিপিএল গভরর্নিং কাউন্সিল।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে এ ব্যাপারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিপিএল গভর্নিং কাউন্সিল। সেখানেই এ ব্যাপারে নামগুলো প্রকাশ করা হয়। তারা হলেন –
ঢাকা ডাইনামাইটস- মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন
কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ইমরুল কায়েস, লিটন দাস
চিটাগাং ভাইকিংস- তাসকিন হোসেন, এনামুল হক বিজয়
রংপুর রাইডার্স- আরাফাত সানি, মোহাম্মদ মিথুন
বরিশাল বুলস- আল-আমিন হোসেন, তাইজুল ইসলাম
নতুন দল হিসেবে ভিন্ন মালিকানায় বিপিএলে আবারো অংশ নিতে যাচ্ছে খুলনা ও রাজশাহী। তাদের জন্য প্রিমিয়ার ডিভিশনের নিয়মে খেলোয়াড় নেওয়ার সুযোগ দিচ্ছে বিপিএল কমিটি। সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, প্রথম দুটি ডাক নতুন দুই দলের মধ্যে লটারি হবে।
দু’দলই দুইটি করে মোট চারজন করে ক্রিকেটার নিতে পারবে। তৃতীয় রাউন্ড থেকে আবারো মোট সাত দলের মিলে লটারী অনুযায়ী পর্যায়ক্রমে ক্রিকেটার ডাকবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.