বিপিএলে ১৬৮ বিদেশি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে গড়াবে ৪ নভেম্বর। শুক্রবার আসরের প্লেয়ার ড্রাফট। তার আগেই বিদেশি নিবন্ধিত খেলোয়াড়দের একটা তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, এবার ১৬৮ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করেছেন। অবশ্য এর বাইরে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় দলভুক্ত করেছে দলগুলো।
এবারের আসরে সবচেয়ে বেশি বিদেশি খেলোয়াড় থাকছেন পাকিস্তানি, ৪২ জন। এ ছাড়া উল্লেখযোগ্য হিসেবে ইংল্যান্ডের ৩৬, ওয়েস্ট ইন্ডিজের ৩৫, শ্রীলঙ্কার ১৫, জিম্বাবুয়ের ১২, আফগানিস্তানের ১০ ও অস্ট্রেলিয়ার চারজন।
এরই মধ্যে দলগুলো বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলভুক্ত করেছে। তাঁরা হলেন :
কুমিল্লা ভিক্টোরিয়ানস : সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম ও আশহার জাইদি (পাকিস্তান), নুয়ান কুলাসেকেরা ও থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)।
চিটাগাং ভাইকিংস : ক্রিস গেইল ও ডোয়াইন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), শোয়েব মালিক (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা (শ্রীলঙ্কা), মোহাম্মদ নবী, (আফগানিস্তান)।
ঢাকা ডায়নামাইটস : কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা), আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো ও এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), রবি বোপারা (ইংল্যান্ড)।
রংপুর রাইডার্স : শহীদ আফ্রিদি, শারজিল খান ও বাবর আজম (পাকিস্তান), দাসুন সানাকা (শ্রীলঙ্কা), মোহাম্মদ শাহজাদ (আফগানিস্তান), গিড্রন ডারমেইন পোপ (ওয়েস্ট ইন্ডিজ) ও রিচার্ড জেমস গ্লেসন (ইংল্যান্ড)।
বরিশাল বুলস : দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)।
খুলনা টাইটানস : নিকোলাস পুরান ও কেভন কুপার (ওয়েস্ট ইন্ডিজ), রিকি ওয়াসেলস ও বিনি হাওয়েল (ইংল্যান্ড), মোহাম্মদ আজগর (পাকিস্তান)।
রাজশাহী : ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ) ও মোহাম্মদ সামি (পাকিস্তান)।
Post a Comment