মরগান-হেলসকে কড়া জবাব দিলো ইসিবি
মোটামুটি নিশ্চিতই ছিল বাংলাদেশে তিন ওয়ানডে আর দুই টেস্ট খেলতে আসছেন না দুই ইংলিশ ক্রিকেটার – অধিনায়ক ইয়ন মরগ্যান ও অ্যালেক্স হেলস। এবার আসলো তার চূড়ান্ত ঘোষণা। মরগ্যানের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পেয়েছেন জশ বাটলার।
আগামী শুক্রবার, ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এরপর আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় পা রাখবে দলটি।
এর আগে স্টুয়ার্ট ব্রড, মঈন আলি, ক্রিস জর্ডান ও লিয়াম ডওসনরা সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশে আসতে কোনো সমস্যাই নেই তাদের। বাংলাদেশ সফর থেকে কোনো ইংলিশ ক্রিকেটার নাম প্রত্যাহার করে নিলে সেটা তার ভবিষ্যত ক্যারিয়ারের জন্য বিপদ ডেকে আনতে পারে – ইসিবির এমন হুঁশিয়ারীর পরও নিজেদের সফর থেকে সরিয়ে নিলেন মরগ্যান ও হেলস।
ফলে, স্বাভাবিক ভাবেই হতাশ ব্রিটিশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি। ইসিবির পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বলেন, ‘আমরা ইয়ন আর অ্যালেক্সের সিদ্ধান্তের কারণ বুঝতে পেরেছি এবং আমরা ওদের সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। কিন্তু, ওরা নিজেদের সরিয়ে নেওয়ায় একই সাথে আমরা হতাশও।’
Post a Comment