কাল মাঠে নামছেন আশরাফুল
প্রায় তিন বছর পর আবারও ব্যাট হাতে মাঠে নামতে যাচ্ছেন টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বাংলাদেশের লিটল মাস্টার মোহাম্মদ আশরাফুল।
রোববার থেকে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। আর এই টুর্নামেন্ট দিয়ে মাঠে ফিরছেন তিনি।
লিগে ঢাকা মেট্রোর হয়ে খেলবেন আশরাফুল। এ কথা আশরাফুল নিজেই তার ফেসবুকে জানিয়েছেন।
১৮তম জাতীয় ক্রিকেট লিগে ৮ দল অংশগ্রহণ করছে।
প্রথম দিন নিজেদের মাঠে খুলনা লড়বে বরিশালের বিপক্ষে। একই দিন বগুড়ায় ঢাকা ও ঢাকা মেট্রো, সিলেটে রংপুর-চট্টগ্রাম এবং রাজশাহীতে স্বাগতিকদের প্রতিপক্ষ সিলেট।
আর ২ অক্টোবর বগুড়ায় খুলনা-ঢাকা, খুলনায় ঢাকা মেট্রো-বরিশাল, সিলেটে রংপুর-সিলেট এবং রাজশাহীতে স্বাগতিকরা মুখোমুখি হবে চট্টগ্রামের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় মৌসুমে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তিন বছর নিষিদ্ধ হন ডান-হাতি এ ব্যাটসম্যান। গত আগস্টে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়।
ক্রিকেটে ফেরার বিষয়ে আশরাফুল বলেন, আমি আমার জীবনে দ্বিতীয়বারের মতো সুযোগ পেতে যাচ্ছি। এই সুযোগ কাজে লাগাতে চাই।-যুগান্তর
Post a Comment