বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন আকিব জাভেদ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আগের দিনই ঘটা করে জানিয়েছিলেন, আকিব জাভেদ হতে পারেন বাংলাদেশের পরবর্তী পেস বোলিং কোচ। তাঁর কথায় সবাই ধরেই নিয়েছিল পাকিস্তানি সাবেক পেসার হিথ স্ট্রিকের স্থলাভিষিক্ত হতে পারেন তিনি।
আজ সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়, আকিব জাভেদ নাকি রাজি নন বাংলাদেশে আসতে। দেশটির ইংরেজি দৈনিক দ্য নিউজ জানায়, বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।
এই পাকিস্তানি পেসারের অনাগ্রহের বিষয়টি স্বীকারও করেছেন বিসিবি কর্মকর্তরা। বিসিবির এক সূত্র জানিয়েছে, আকিব আজই ইমেইলে নিশ্চিত করেছেন তিনি বাংলাদেশে আসতে রাজি নন।
অবশ্য মাশরাফি-মুস্তাফিজদের পেস বোলিং কোচের সম্ভাব্য তালিকায় ছিল বেশ কয়েকজনের নাম। শ্রীলঙ্কার চম্পকা রামানায়েকে ও চামিন্দা ভাস, ভারতের ভেঙ্কটেশ প্রসাদ এবং পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ। অবশ্য আকিবের ব্যাপারে বিসিবির আগ্রহটা একটু বেশি ছিল। এর আগে প্রসাদও বাংলাদেশে আসতে অনাগ্রহ দেখান।
এর আগে গতকাল রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘হ্যাঁ, এটা ঠিক আকিব জাভেদের সঙ্গে আমরা কথা বলছি। এ ব্যাপারে দু-একদিনের মধ্যেই আমরা নিশ্চিত করে বলতে পারব, তাঁকে পেস বোলিং কোচ হিসেবে নিতে পারছি কি না। এর বাইরে বিকল্প দু-একজনকেও ভেবে রেখেছি আমরা। তা ছাড়া একজন স্পিন বোলিং কোচও নেওয়ার চেষ্টা করছি আমরা।’
হিথ স্ট্রিক ২০১৪ সালে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পান। দুই বছরের জন্য দৈনিক ভিত্তিতে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন তিনি। এবার এই দায়িত্ব থেকে নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি।
এখন শোনা যাচ্ছে, ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেতে পারেন তিনি। তাই বাংলাদেশ দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জিম্বাবুয়ের সাবেক এই পেসার।
এখন আকিব আসতে রাজি না হওয়ায় নতুন আরেকজনের সন্ধানে নেমে পড়তে হচ্ছে বিসিবিকে। এরই মধ্যে তারা নাকি বিকল্প কোচের সন্ধানে নেমে পড়েছেও।
Post a Comment