Header Ads

‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা শুরু করে দিয়েছি- বিরাট কোহলি



 মাঠের পারফরম্যান্স যেভাবে তর তর করে আকাশে উঠছে, মাঠের বাইরের কার্যক্রমও তার সেভাবে পাল্লা দিয়ে বেড়ে চলছে। মাঠের বাইরের কার্যক্রম বলতে- মার্কেট ভ্যালু। ব্যাট হাতে যেভাবে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন কোহলি, তাতে বিজ্ঞাপনের বাজারে যে তার মূল্য কতগুণ বেড়ে দাঁড়াচ্ছে সেটা কল্পনাই করা যায় না। এমনকি কয়েকদিন আগে সংবাদ বেরিয়েছে, মার্কেট ভ্যালুর হিসেবে মেসি-রোনালদোকেও ছাড়িয়ে যাচ্ছেন তিনি।

ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে কোহলির তুলনা এখন চলতে পারে কেবল বলিউড তারকা রনবীর কাপুরের সঙ্গে। বিজ্ঞাপন, ইনডোর্সমেন্টসহ সব মিলিয়ে গত এক বছরে ১০০ কোটি রোপিরও বেশি আয় করেছেন তিনি। শুধু তাই নয়, আগামী দিনেও যে তার সেই ব্র্যান্ড ভ্যালু কোথায় গিয়ে দাঁড়াবে তা কল্পনারও বাইরে।

কিন্তু, এহেন বিরাট কোহলিই কি না শঙ্কিত, একদিন তিনি দেউলিয়া হয়ে যাবেন। জিকিউ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এই শঙ্কার কথা প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে তার নিজের আর্থিক অবস্থা খুব খারাপ হবে এমন চিন্তা করে বিরাট কোহলি বলেন, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা শুরু করে দিয়েছি। কিভাবে এটাকে নিশ্চিত করা যায়! অর্থ আসলে আমাকে মোটিভেট করে না। তবে এটা খুব গুরুত্বপূর্ণ। আমি তো এখনকার আর্থিক অবস্থায় অভ্যস্থ হয়ে পড়েছি। এটাকে ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, আমি দেখেছি অনেক অ্যাথলেট ছিলেন, যারা ক্যারিয়ারের শেষ দিকে এসে দেউলিয়া হয়ে পড়েন।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি এবং ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ এক পারফরমার বিরাট কোহলি। তার ব্যাট যেন অতিমানবীয়। একের পর এক সেঞ্চুরি কিংবা হাফ সেঞ্চুরির ইনিংস খেলে পুরো ক্রিকেট বিশ্বে নিজেকে নিয়ে গেছেন অসাধারণ একটি জায়গায়। এবারের আইপিএলেও চারটি সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। যে কারণে, কোহলির মার্কেট ভ্যালু আরও কয়েকগুণ বেড়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.