ভুবি এবং ফিয চমৎকার বোলিং করেছে-যুবরাজ
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যকার মহা গুরুত্বপূর্ণ ফাইনালে বেঙ্গালুরুর ব্যাটিং স্বর্গে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদের দলনেতা ডেভিড ওয়ার্নার।
প্রথমে ব্যাটিং করে ব্যাঙ্গালুরুকে ২০৯ রানের টার্গেট দেয় তারা। এই রান তারা করতে নেমে বেশ ভালোভাবেই শুরুটা করেছিল কোহলি-গেইল, কিন্তু মাঝপথে এসে যেন পথ হারায় ফেলে তারা।
আর দলের এক ক্রান্তিলগ্নে বল হাতে জ্বলে ওঠেন মুস্তাফিজুর রহমান এবং ভুবেনেশ্বার কুমার। তাদের দুজনের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ৮ রানের পরাজয় বরন করে নেয় ব্যাঙ্গালুরু। আর তাইতো ম্যাচ শেষে জয়োৎসব করার মাঝেই মুস্তাফিজ আর ভুবেনেশ্বার কুমারের প্রসংসায় মেতে উঠলেন দলের সতীর্থ যুবরাজ সিং, বেন কাটিং এবং ওঝা।
যুবরাজ বলেন, “আমি বিশ্বকাপও জিতেছি আর এখন আইপিএলেও জিতে নিলাম। দল হিসেবে আমরা অসাধারণ পারফর্ম করেছি। আমাদের শুরুটা ভালো ছিলনা, কিন্তু আমরা খুব ভালো ভাবেই টুর্নামেন্টে ফিরে এসেছি। আজকে ব্যাট হাতে আমরা ভালো করেছি, কিন্তু এই ধরনের পিচে এমন রান তাড়া করে জেতা সম্ভব, তাই আমাদের বোলারদের দায়িত্ব নিয়ে বল করতে হয়েছে। ভুবি (ভুবেনেশ্বার) এবং ফিয (মুস্তাফিজ) চমৎকার বোলিং করেছে। শেষে এসে তারা ম্যাচটি বের করে এনেছে। যতক্ষণ পর্যন্ত ট্রফি জিতছি, ইনজুরি নিয়ে ভাবার সময় নেই।”
বেন কাটিং বলেন, “মাঠে নেমে দলের হয়ে একটি শক্তিশালী ইনিংস খেলতে কার না ভালো লাগে? আমি সেই কাজটিই করেছি। তবে শেষ দায়িত্বটি ছিল বোলারদের ওপর। তারা অসাধারণ বোলিং করেছে। ফিজ এবং ভুবি তাদের শেষের দুই ওভার চমৎকার ছিল। ভালো লাগছে দলের জয়ে অবদান রাখতে পেরেছি।”
ওঝা বলেন, “আমাদের বোলিং ডিপার্টমেন্ট সবচেয়ে শক্তিশালী ছিল, বলতেই হবে তারা আজকেও চ্যাম্পিয়নের মতন বল করেছে। বিশেষ করে মুস্তাফিজ এবং ভুবি, তাদের ভূমিকা কখনও অস্বীকার করা যাবেনা। আমরা দেখিয়ে দিয়েছি আমরাও পারি। এই জয় আমাদের সবার জন্য।
Post a Comment