আগেও বলেছি এখনও বলব, ডেথ ওভারে হাতিয়ার আছে আমাদের-ওয়ার্নার
রোববার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে নবম আইপিএলের শিরোপা জিতে হায়দ্রাবাদ, এক কথায় বলা চলে নিজের প্রথম আইপিএলেই বাজিমাত করেছেন মুস্তাফিজ। তার বোলিংও ছিল চমৎকার। ১৬ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। তার ইকনোমি রেট ছিল ৬.৯০। অপরদিকে তার আরেক সতীর্থ ভুবেনেশ্বার কুমার হয়েছেন টুর্নামেন্টের সেরা বোলার। তিনি উইকেট স্বীকার করেছেন ২৩টি উইকেট।
তাছাড়া, বাদ্রি স্রান, আশিস নেহরা, বেন কাটিংয়ের মতন বোলাররাও এই ডিপার্টমেন্টকে বেশ শক্তিশালী করে তুলেছিল।
ম্যাচ শেষে জয়ী অধিনায়ক ওয়ার্নার জানালেন, বোলিংয়েই এগিয়ে ছিল তার দল। আর ফাইনালে মুস্তাফিজ আছে বলে ভয় পাইনি।
তিনি আরও বলেন, “আমি জানতাম আজকে আমাদের ২০০ রান করতেই হবে, কেননা বিরাট কোহলি ম্যাচ জেতানোর জন্য একাই যথেষ্ট। সে এই টুর্নামেন্টে অসাধারণ ব্যাটিং করেছে যা আমাদের সবার জন্য একটি স্ট্যান্ডার্ড তৈরি করে দিয়েছে।
কিন্তু এমন পিচে এত রান করেও জয়ের আশা করা যায়না যদি না আমরা ভালো বোলিং করি। শুরুটা খারাপ হলেও, শেষে কিন্তু আমরা ম্যাচে ভালোভাবেই ফিরে এসেছিলাম। আগেও বলেছি এখনও বলব, ডেথ ওভারে আমাদের হাতিয়ার আছে।
Post a Comment