Header Ads

স্ট্রিকের পর পদত্যাগ করার আভাস দিলেন ফিল্ডিং কোচ হ্যালসেল!


বাংলাদেশ দলের বোলিং কোচ জিম্বাবুয়ের সাবেক পেস বোলার হিথ স্ট্রিক দুই দিন আগেই দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। এবার আরেকটি দুঃসংবাদ শোনার অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শোনা যাচ্ছে যে হিথ স্ট্রিকের পর এবার দায়িত্ব ছাড়তে পারেন বাংলাদেশের ক্রিকেট দলের ফিল্ডিং কোচ আরেক জিম্বাবুইয়ান রিচার্ড হ্যালসেল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সুত্রের মাধ্যমে বিষয়টি জানা গেছে।অবশ্য বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান সাবেক অধিনায়ক আকরাম খান এ ব্যাপারে এখনও কিছু নিশ্চিত নয় বলে জানিয়েছেন।
এ প্রসঙ্গে জনপ্রিয় একটি ইংরেজি দৈনিক কে আকরাম বলেন, “আমি শুনেছি তিনি দায়িত্ব ছাড়তে পারেন। কিন্তু তিনি এখনো আনুষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু জানাননি”।
আকরাম খান মনে করেন হ্যালসেল যদি বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পরিকল্পনা করেন সেক্ষেত্রে দ্রুতই নতুন ফিল্ডিং কোচ খোঁজার কাজ শুরু করা উচিত। “যদি অবশেষে তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে আমাদেরকে নতুন ফিল্ডিং কোচ খোঁজার কাজ শুরু করতে হবে”।
এই মুহূর্তে পরিবারের ইংল্যান্ডে অবস্থান করছেন হ্যালসেল। বাংলাদেশ দলের লঙ্কান হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের মাধ্যমে তিনি তার সিদ্ধান্ত জানাতে পারেন বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য ইংল্যান্ড জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হ্যালসেল। ২০১৪ সালে ইংলিশদের দায়িত্ব ছাড়ার পর বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নেন সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটার। চলতি বছরের জুন মাসে তার চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.