Header Ads

এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজকে হারানো আমাদের জন্য খুব সহজ বিষয় ছিল না-ভুবনেশ্বর


ফাইনালে পা রাখার ঠিক আগের মুহূর্তেই দলের তারকা বোলার মুস্তাফিজকে পায়নি হায়দরাবাদ সানরাইজার্স। হ্যামস্ট্রিং ইনজুরি গুরুত্বপূর্ণ ম্যাচটি থেকে ছিটকে দেয় তাকে। এমন অবস্থায় গুজরাট লায়ন্সের সঙ্গে জয় পেলেও মুস্তাফিজকে হারিয়ে সানরাইজার্সের সদস্যরা ছিল বেদনাহত।
মুস্তাফিজ ছাড়া মাঠে নামার সেই অভিজ্ঞতা জানিয়েছেন তার সহকর্মি ভুবনেশ্বর কুমার। বাঁচা-মরার লড়াইয়ের এই সময়ে মুস্তাফিজকে হারিয়ে দলের পরিকল্পনা কি ছিল? এমন প্রশ্নে ভুবনেশ্বরের উত্তর, ‘এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে মুস্তাফিজকে হারানো আমাদের জন্য খুব সহজ বিষয় ছিল না। তার জায়গায় খেলা ট্রেন্ট বোল্টও ভালোই খেলেছে। যদিও শেষের আগের ওভারে সে কিছু রান দিয়ে ফেলেছে। তবে সেটাও তো খেলারই অংশ।’
‘অবশ্য আগে থেকেই বোল্ট নেটে কঠোর পরিশ্রম করেছিল। ওর ধারণা ছিল সেমিফাইনাল বা ফাইনালে হয়তো খেলার সুযোগ মিলতে পারে।’
বিশ্লেষকরা বলছেন, কিউই পেসার ট্রেন্ট বোল মুস্তাফিজের অভাব পূরণ করতে পারেননি। ৪ ওভারে বল করে দিয়েছেন ৩৯ রান। পেয়েছেন ১টি উইকেট। মুস্তাফিজ খেললে আরো ৩০ রান কম হতো গুজরাট লায়ন্সের ইনিংসে।
তাই মুস্তাফিজ প্রসঙ্গে ভুবনেশ্বরের মন্তব্য, ‘ফিজকে হারানোটা আমাদের জন্য ভালো কোনো বিষয় ছিল না। তাকে ছাড়া খেলা খুব কঠিন।’ 
আইপিএল-এ গত ১৫ ম্যাচে মোট ১৬ উইকেট নিয়েছে মুস্তাফিজ। এই সিজনে সেরা দশ বোলারের মধ্যেও প্রথম দিকেই তার নাম। আর বোল্ট গত মার্চ থেকে শুধু নেটে প্র্যাকটিস ছাড়া কোনো ম্যাচই খেলা হয়নি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.