মরিনহোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড
গেল বছরের ডিসেম্বরে চেলসি থেকে বরখাস্ত হন হোসে মরিনহো। এরপর থেকেই গুঞ্জনের ডালপালা মেলতে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেডে ঠিকানা গড়বেন অর্থ্যাৎ লুইস ভন গালের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচ। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা।
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক চেলসি ও রিয়াল মাদ্রিদ কোচকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেদের ভেরিফাইড পেজে এই তথ্য নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের সফল ক্লাবটি।
এফএ কাপে ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামার আগেই এই ঘোষণা আসলো। জানা গেছে, মরিনহোর সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতি বছরে ১৫ মিলিয়ন করে মোট ৪৫ মিলিয়ন পাউন্ড পাবেন স্বঘোষিত স্পেশাল ওয়ান।
এখন পর্যন্ত ৬টি ক্লাবে ম্যানেজারের দায়িত্ব পালন করা মরিনহো সব মিলিয়ে জিতেছেন ৩২ টি শিরোপা। রিয়াল মাদ্রিদ, চেলসি, ইন্টার মিলান ও বেনফিকার মতো জায়ান্ট ক্লাবগুলোকে কোচিং করিয়েছেন মরিনহো। ক্লাব ক্যারিয়ারে তার অধীনে ৭৬৫ ম্যাচের ৫০৫টিতেই জয় পেয়েছে তার দল। ইন্টার মিলানের হয়ে ট্রেবলও জিতেছেন এই কোচ। শুধু তাই নয়, তার নেতৃত্বে রিয়াল মাদ্রিদ ২০১২ সালে স্প্যানিশ লা লিগার শিরোপা জয় করে।
Post a Comment