ফাইনালে খেলতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই হায়দরাবাদের
ফাইনালে খেলতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই। দিল্লির ফিরোজ শাহ কোটলায় এই সমীকরণে প্লে-অফে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট লায়ন্স। এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছেন মুস্তাফিজরা।
অবশ্য এই গুজরাটের বিপক্ষে সানরাইজার্স দুই ম্যাচের দুটিতেই জিতেছে। প্রথম ম্যাচে তারা ১০ উইকেটের বিশাল ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেটে জিতেছে মুস্তাফিজের দল।
এই দুই ম্যাচের মুস্তাফিজের পারফরম্যান্স বেশ নজরকাড়া ছিল। প্রথম ম্যাচে ১৯ রান খরচায় এক উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে তিনি ছিলেন আরো বেশি মিতব্যয়ী। মাত্র ১৭ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন তিনি। তাই আজ শুক্রবারও গুজরাটের আতঙ্ক হতে পারেন মুস্তাফিজ।
তাই এই ম্যাচে মুস্তাফিজের পারফরম্যান্সের দিকেই তাকিয়ে থাকবেন সবাই। আর এই ম্যাচে তিনি কেমন করেন সেটাই এখন দেখার।
অবশ্য আইপিএলে এখন পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে মুস্তাফিজ নিয়েছেন ১৬টি উইকেট। তবে এই পরিসংখ্যান না, মুস্তাফিজ সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছেন বিস্ময়কর ইকোনমি রেট দিয়ে। টি-টোয়েন্টির মারমুখী ব্যাটিংয়ের যুগে আইপিএলে তিনি ওভারপ্রতি দিয়েছেন মাত্র ৬.৭৩ রান। গত এপ্রিলে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাত্র ৯ রানের বিনিময়ে দুটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন ‘ফিজ’।
Post a Comment