Header Ads

আজকের গুরুত্বপূর্ণ গুজরাট লায়ন্স-মুম্বাই ইন্ডিয়ান্সের খেলার মধ্য দিয়ে ঠিক হয়ে যেতে পারে এক বা একাধিক দলের প্লে-অফ

আইপিএলে সব দলের একটি করে খেলা বাকি অবস্থায় আট দলের ছয়টিরই আছে প্লে-অফ খেলার সম্ভাবনা। মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ সবচেয়ে ভাল অবস্থানে থাকলেও খুব একটা পিছিয়ে নেই সাকিবের কলকাতা নাইট রাইডার্স।
আজকের গুরুত্বপূর্ণ গুজরাট লায়ন্স-মুম্বাই ইন্ডিয়ান্সের খেলার মধ্য দিয়ে ঠিক হয়ে যেতে পারে এক বা একাধিক দলের প্লে-অফ। এক নজরে দেখে নেওয়া যাক কোন সম্ভাবনায় দাঁড়িয়ে কোন দল:
গুজরাট লায়ন্স
গুজরাট যদি আজ মুম্বাইয়ের বিপক্ষে জয় পায় তাহলে ১৮ পয়েন্ট নিয়ে তারা শীর্ষ দু’ দলের একটি হবে যাদের খেলার জয়-পরাজয়ে নিশ্চিত হবে প্রথম ফাইনালিস্ট। আজ গুজরাটের জয়ে যেমন হায়দরাবাদের প্লে-অফ নিশ্চিত হবে, তেমনি লায়নরা আজ হেরে গেলেও রোববার কলকাতার বিপক্ষে মুস্তাফিজরা জিতলে প্লে-অফে জায়গা পেতে পারে গুজরাট। তবে, তাদের নেট রান রেট -০.৪৭৯। তাই আজ হেরে গেলে নেট রানরেটে গুজরাটের বাদ পড়ে যাওয়ার সম্ভাবনাও কম নয়।
মুম্বাই ইন্ডিয়ান্স
নেট রান রেটে গুজরাটের চেয়ে এগিয়ে থাকার কারণে আজকের জয়ে ১৬ পয়েন্ট নিয়েও মুম্বাইয়ের প্লে-অফ নিশ্চিত হবে। তবে মুম্বাই যদি আজ হেরে যায় আর রোববার কলকাতার কাছে হায়দরাবাদ হারে তাহলে মুম্বাই প্লে-অফ দৌড় থেকে বাদ পড়ে যাবে। তাদের নেট রান রেট -০.০৮২। তাই ১৪ পয়েন্টে থেকে এ রান রেটে প্লে-অফের কোন সম্ভাবনাই আর থাকবে না।
দিল্লী ডেয়ারডেভিলস
দিল্লীর খেলা বাকি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে। ওই খেলায় জয় পেলে সেটা হবে দিল্লী ডেয়ারডেভিলসের অষ্টম জয়। ওই জয়ে তাদের প্লে-অফ খেলা নিশ্চিত হবে। অন্য দলের পয়েন্টও তাদের মতো ১৬ হলে নেট রান রেটে (-০.১০২) গুজরাটের চেয়ে এগিয়ে থাকার কারণে দিল্লীর সম্ভাবনা বেশি থাকবে। তবে, এখন যেহেতু দিল্লীর পয়েন্ট ১৪ এবং পরাজয়ে পয়েন্ট ১৪-ই থাকবে তাই তখন নেট রান রেটে দিল্লীর আর প্লে-অফ খেলার সম্ভাবনা দেখা যায় না।
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু
দিল্লীর সঙ্গে জয় ব্যাঙ্গালুরুর প্লে-অফ নিশ্চিত করবে। এমনকি পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়েও তারা প্লে-অফ সম্ভাবনায় টিকে থাকবে। তবে, সেক্ষেত্রে অন্য খেলাগুলোর ফল তাদের চাওয়া মতো হতে হবে। সবার মতো ১৩ খেলা শেষে রয়েল চ্যালেঞ্জার্সের নেট রান রেট খুবই ভাল +০.৯৩০।
কলকাতা নাইট রাইডার্স
বৃহস্পতিবার গুজরাট লায়ন্সের কাছে বড় হারের কারণে কলকাতার সেরা দুই দলের একটি হওয়ার সম্ভাবনা আর নেই। কিন্তু, শেষ খেলায় তারা হায়দরাবাদের সঙ্গে জিতলে চার দলের একটি হয়ে প্লে-অফ খেলতে পারবে। ওই জয় নাইটদের রানে রেট (+০.০২২) আরো ভাল করবে। আর হেরে গেলেও সম্ভাবনা যে একদম থাকবে না এরকম নয়। তবে, সেক্ষেত্রে অন্য খেলাগুলোর ফল তাদের পক্ষে আসতে হবে।
সানরাইজার্স হায়দরাবাদ
সব দলের ১৩টি করে খেলা শেষে আর একটি করে খেলা বাকি থাকা অবস্থায় ১৬ পয়েন্ট এবং +০.৩৫৫ নেট রান রেটে সবার উপরে মুস্তাফিজের হায়দরাবাদ। শুধুমাত্র অসম্ভব কিছু সমীকরণ এখনো বলছে না যে, হায়দরাবাদ এরইমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। না হলে তাদের প্লে-অফ একরকম নিশ্চিত। শেষ খেলায় রোববার কলকাতার সঙ্গে জিতলে শীর্ষ দল হয়েই তারা প্লে-অফ নিশ্চিত করবে। আর কলকাতার সঙ্গে হেরে গেলেও সেরা চার দলের একটি হওয়াও প্রায় নিশ্চিত। তবে আজ যদি গুজরাট লায়ন্স জিতে যায় তাহলে গুজরাট এবং হায়দরাবাদ দু’ দলই শীর্ষ দুটি জায়গা দখল করে নেবে।
এসব সমীকরণ থেকে বাইরে আছে ১৩ খেলায় ৮ পয়েন্ট করে পাওয়া রাইজিং পুনে সুপারস্টার্স এবং কিংস ইলেভেন পাঞ্জাব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.