Header Ads

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে একমাত্র মিসবাহ-উল-হকই গ্র্যাজুয়েট

অশিক্ষিত খেলোয়াড়েই দুরবস্থা: পিসিবি
পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক দুরবস্থার জন্য শিক্ষিত খেলোয়াড়দের অনুপস্থিতিকে একটি প্রধান কারণ বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। সর্বশেষ এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে অনেকটা অপ্রত্যাশিতভাবেই প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া দলটিতে একমাত্র মিসবাহ-উল-হকই গ্র্যাজুয়েট বলে জানান তিনি।
মাত্র একমাস পরেই জুলাইতে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কুয়েটায় গণমাধ্যমের সামনে এমন বোমা ফাটালেন পিসিবি চেয়ারম্যান।
“ভবিষ্যতে দলে শিক্ষিত খেলোয়াড় নিয়ে আসতে এবং উৎসাহিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। এছাড়াও এখন প্রতিভাধর যারা আছে তাদেরও পরিচর্যা করা হবে।” বলেন শাহরিয়ার খান। শৃঙ্খলার বিষয়ে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.