Header Ads

৫০ বলে ১২টি চার ও ৮টি ছয়ে ১১৩ রানের অসাধারণ ইনিংস খেলেন কোহলি

File:Virat Kohli at the 2015 IPL opening ceremony.jpg - Wikimedia ...


এবারের আইপিএলে বিরাট কোহলি একের পর এক কীর্তিতে তাক লেগে যাচ্ছে গোটা বিশ্বের।আজকের ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে সেঞ্চুরির সুবাদে এক আইপিএলে চার-চারটে সেঞ্চুরি করে ফেললেন। যা আইপিএলের ইতিহাসে কখনোই হয়নি।

পাঞ্জাবের বিপক্ষে ৫০ বলে ১২টি চার ও ৮টি ছয়ে ১১৩ রানের অসাধারণ ইনিংস খেলেন কোহলি।এর আগে ২০১১ সালের আইপিএলে একমাত্র ক্রিস গেইল দুটি সেঞ্চুরি পেয়েছিলেন। কোহলির ১১৩ ও গেইলের ৭৩ রানের ভর করে কিংস ইলেভেন পাঞ্জাবকে ২১২ রানের লক্ষ্য দেয় বেঙ্গালুরু।উদ্বোধনী উইকেট জুটিতে ১৪৭ রান রান যোগ করে কোহলি ও গেইল।
বৃষ্টির কারণে ম্যাচে ১৫ ওভারে নিয়ে আসা হয়। ১৫ ওভারে কোহলিরা তিন উইকেটে ২১১ রান তুলে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.