বাংলায় কিছু জিজ্ঞেস করলেও মুস্তাফিজের কাছ থেকে উত্তর পাওয়া কঠিন, আর ইংরেজিতে সেটা অসম্ভব - চান্দিকা হাতুরুসিংহে
সম্প্রতি দেশের শীর্ষ স্থানীয় ইংরেজি দৈনিক ডেইলি স্টারে জাতীয় দলের কোচ চান্দিকা হাতুরুসিংহে কথা বলেছেন বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান প্রসঙ্গে। সেখানে লঙ্কান এই কোচ মজা করে মন্তব্য করেন, বাংলায় কিছু জিজ্ঞেস করলেও মুস্তাফিজের কাছ থেকে উত্তর পাওয়া কঠিন, আর ইংরেজিতে সেটা অসম্ভব।
সাক্ষাৎকারের এক পর্যায়ে হাতুরুসিংহের কাছে প্রশ্ন করা হয়, ‘সাম্প্রতিক সময়ে দেয়া এক ইন্টারভিউয়ে মুস্তাফিজ বলেছিলেন ওয়ানডে ফরম্যাটই তার বেশি পছন্দের। এটা কি একটু দুশ্চিন্তার বিষয়?’
হাতুরুসিংহে পাল্টা প্রশ্ন করলেন, ‘ইন্টারভিউটা কি ইংরেজিতে দিয়েছিল না বাংলায়?
জবাব আসলো, ‘এটা একটা ভারতীয় ওয়েবসাইটে এসেছিল। হয়তো বাংলায় নিয়ে ইংরেজিতে অনুবাদ করে ছেপেছে।’
এবার চান্দিকার সহজ জবাব, ‘দুশ্চিন্তা করো না। আমি মুস্তাফিজকে চিনি। ওকে বাংলায় কিছু জিজ্ঞেস করলেও উত্তর পাওয়া কঠিন; আর ইংরেজিতে হলে তো সেটা অসম্ভব।’
এরপর অবশ্য সিরিয়াস কোচ। বললেন, ‘যাই হোক, কারও কোন এক ফরম্যাটে বেশি ঝোঁক থাকতেই পারে। আর যখন বয়স কম থাকে তখন যে ফরম্যাটে বেশি সাফল্য আসে সেটা খেলতেই বেশি ভাল লাগে। আর ও যেখানে মাত্র দু’টো টেস্ট খেলেছে সেখানে এমনটা বলতেই পারে।’
Post a Comment