Header Ads

‘নতুন পেস বোলিং কোচ নির্বাচনে আমরা অনেকটাই এগিয়েছি-বিসিবি


সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন হিথ স্ট্রিক। স্বাভাবিক কারণে নতুন কোচের সন্ধানে নেমে পড়েতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে মাশরাফি-মুস্তাফিজরা সহসাই নতুন কোচ পাচ্ছেন বলে নিশ্চিত করেছে বিসিবি।
রোববার বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বলেন, ‘নতুন পেস বোলিং কোচ নির্বাচনে আমরা অনেকটাই এগিয়েছি। আশা করছি, অল্প কয়েক দিনের মধ্যেই বেছে নিতে পারব নতুন একজন কোচকে। অবশ্য এ ক্ষেত্রে আমাদের এই অঞ্চলের কোচদেরই প্রাধান্য দিচ্ছি। তবে এ মুহূর্তে কারো নাম বলতে চাইছি না আমরা।’
অবশ্য তিন সাবেক পেসারের ব্যাপারে বিসিবির আগ্রহ রয়েছে। এ তালিকায় আছেন শ্রীলঙ্কার চম্পকা রামানায়েকে ও  চামিন্দা ভাস এবং পাকিস্তানের আকিব জাভেদ।
এ তালিকায় সবার উপরে আছেন রামানায়েকের নাম। এর আগে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই বছর বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর তিনি নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলেরও বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তাই তাঁর ব্যাপারে বিসিবির আগ্রহটা বেশি।
অবশ্য এ তালিকায় ভারতীয় সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদের নাম থাকলেও তিনি অনাগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে আসতে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.