Header Ads

ভাল বোলিং আক্রমণের সৌজন্যে এই লড়াইয়ে হায়দরাবাদের অবস্থান বেশি ভাল - গৌতম গম্ভীর


আজ আইপিএল  ফাইনাল। উত্তেজনাতো হবেই। সেই তালিকায় আর কেন বাদ যাবেন  কেকেআর অধিনায়ক।গৌতম গম্ভীর নিজেই বললেন, ‘ছিটকে যাওয়ার পর নানান কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছি।’ লক্ষ্য— ‘মনটাকে ভুলিয়ে রাখা।’
গৌতম গম্ভীর বলেন, ‘প্রথমে ভেবেছিলাম আইপিএল ফাইনাল একেবারেই উপভোগ করব না। কিন্তু এখন মনে হচ্ছে, ম্যাচটা বোধহয় একটু-আধটু ভাল লাগলেও লাগতে পারে।
এরপর হায়দরাবাদ আর বেঙ্গালুরু সম্পর্কে বলতে গিয়ে সেই মুস্তাফিজকেই টেনে আনলেন।তিনিও ফাইনালে মুস্তাফিজকে দেখতে চাইছেন। এরআগে সৌরভ গাঙ্গুলিও মুস্তাফিজকে ফাইনালে দেখতে চেয়েছেন। মুস্তাফিজ নিজগুণে মুগ্ধ করেছেন এদের।
গৌতম গম্ভীর বললেন, ‘ব্যক্তিগত ভাবে আমি মনে করি, ভাল বোলিং আক্রমণের সৌজন্যে এই লড়াইয়ে হায়দরাবাদের অবস্থান বেশি ভাল। আশা করছি ফাইনালের জন্য মুস্তাফিজুর রহমান ফিট হয়ে যাবে। বেঙ্গালুরুর ব্যাটিং বনাম মুস্তাফিজুর, সত্যিই দুর্ধর্ষ প্রতিযোগিতা। এক দিক দিয়ে দেখলে তরুণ রহমানের কাছে এটা একটা পরীক্ষাও। কারণ ও বল করবে ব্যাটিং পিচে, যেখানে বাউন্ডারি খুব ছোট।’
এরপর বললেন ভুবনেশ্বরের কথা। বললেন, ফাইনালের যুদ্ধে আমি ভুবনেশ্বর কুমারকেও সমর্থন করব। সব মিলিয়ে ক্রিকেটার হিসেবে ও খুব ভাল। যে প্রতিপক্ষকে হারানোর জন্য নিজের ক্রিকেট-মস্তিষ্ক ব্যবহার করে।’
ওয়ার্নার প্রসঙ্গে বললেন, ‘ডেভিড ওয়ার্নারের কাছেও এটা খুব বড় মুহূর্ত। যদি বলি অস্ট্রেলিয়াকে ওয়ার্নারের টেস্ট ব্যাটসম্যান অবতার উপহার দিয়েছে আইপিএল, মনে হয় না ভুল বলব।’
যুবরাজ সম্পর্কে বললেন, ‘আমার বন্ধু যুবরাজ সিংহ ভাল করলেও খুশি হব। আমাদের বিরুদ্ধে ম্যাচটায় ও ভাল খেলেছিল। ফাইনালেও যদি যুবি হায়দরাবাদকে টানে, আমি অবাক হব না।
এবার বেঙ্গালুরু প্রসঙ্গ। বললেন, ‘উল্টো দিকে রয়েছে আরসিবির ব্যাটিং শক্তি। বিরাট-ডে’ভিলিয়ার্সের নেতৃত্বে যা রীতিমতো আগুনে ফর্মে। আমার মনে হয় জয়ের ছন্দ আর আত্মবিশ্বাসও ওদের দিকে রয়েছে। আইপিএলের মতো টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামার আগে যে দুটো জিনিস খুব জরুরি।’
বিরাটকে নিয়ে বললেন, ‘অনেকে বলছে, বিরাট এখন নিজের জীবনের সেরা ফর্মে রয়েছে। যদিও আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ওর ব্যাটিং বিরাটকে অনেক বেশি তৃপ্ত করেছিল। কারণটা সহজ। যে কোনও আন্তর্জাতিক দলের বিরুদ্ধে খেলা মানে পাঁচ জন জাত বোলারের মোকাবিলা করা। সেখানে আইপিএলের যে কোনও টিমেই মাত্র দু’তিন জন জাত বোলার।’
এ নিয়ে গৌতম গম্ভীরের সর্বশেষ মন্তব্য- ‘যাই হোক, ভারতের অধিনায়ক আইপিএল জিতছে, ব্যাপারটা বেশ মানানসই। যদিও এটা বলে রাখা উচিত যে, হায়দরাবাদের মতো লো-প্রোফাইল টিমেরও ট্রফিটা সমান প্রাপ্য।’ সূত্র : আনন্দবাজার পত্রিকা

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.