Header Ads

আইপিএল শেষ দিকে এসে বড় ধরণের ধাক্কাই খেলো সানরাইজার্স হায়দরাবাদ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের(আইপিএল) শেষ দিকে এসে বড় ধরণের ধাক্কাই খেলো মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ছিটকে গেলেন অভিজ্ঞ বাঁহাতি পেসার আশিষ নেহরা। চোটের অবস্থা এতটাই গুরুতর যে ভবিষ্যতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তার খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে।
সানরাইজার্সের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, গত ১৫ মে পাঞ্জাবের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। এই মুহূর্তে বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে পর্যবেক্ষণে আছেন নেহরা। দুর্ভাগ্যবশত সে আর বাকি মৌসুমে খেলতে পারবে না।
জানা গেছে, নেহরার যে চোট তাতে সুস্থ হতে ৩ থেকে ৬ সপ্তাহ সময় লাগতে পারে। এই আসরে ৮টি ম্যাচ খেলেছেন নেহরা। ৭.৬৫ গড়ে নিয়েছেন ৯টি উইকেট। যেখানে সেরা বোলিং ফিগার ছিল ১৫ রানে ৩ উইকেট। এই আসরের শুরুর দিকেও সানরাইজার্স দলের একাদশ থেকে বাদ পড়েছিলেন নেহরা।
উল্লেখ্য, এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে সানরাইজার্স।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.