৮ বছর ধরে টিকে থাকা আইপিএলের ৪ টি রেকর্ড
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এমন চারটি রেকর্ড আছে যেগুলো গত ২০০৮ সালের আইপিএলে তৈরি হয়েছিলো কিন্তু এখন পর্যন্ত সমুজ্জ্বল রয়েছে। ২০০৮ সালের পর চলতি আইপিএল সহ মোট ৮ টি আসর শেষ হতে চললেও এখনো কোন দল কিংবা খেলোয়াড় ভাঙ্গতে পারেনি ৪ টি রেকর্ড।
দেখে নেয়া যাক গত ৮ বছর ধরে টিকে থাকা আইপিএলের ৪ টি রেকর্ড-
১) এক ইনিংসে একজন ফিল্ডারের সর্বোচ্চ ক্যাচ-
মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক ও ভারতের সাবেক বিশ্বসেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এই রেকর্ডের কর্ণধার। মুম্বাই ও কলকাতার মধ্যকার সেই ম্যাচে টেন্ডুলকার এক ইনিংসে সর্বোচ্চ চারটি ক্যাচ ধরেছিলেন।সেই ম্যাচে সালমান বাট, ঋদ্ধিমান সাহা, অজিত আগারকার ও শোয়েব আখতারের ক্যাচ ধরে এই রেকর্ডটি গড়েন টেন্ডুলকার।
যদিও, পরবর্তীতে ডেভিড ওয়ার্নার এবং জ্যাক ক্যালিসও এই রেকর্ডটি করেছিলেন তবে সর্বপ্রথম খেলোয়াড় হিসেবে টেন্ডুলকারই থাকছেন তালিকার শীর্ষে।
(২) এক ইনিংসে সর্বোচ্চ অতিরিক্ত রান-
২০০৮ সালে, আইপিএলের প্রথম আসরের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স ও ডেকান চার্জার্স। সেই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১০ রানেই গুঁটিয়ে যায় ডেকানের ইনিংস।
কলকাতার জন্য ১১১ রানের সেই সহজ টার্গেটকে আরও সহজ করে দেন ডেকান চার্জার্সের বোলাররা।কারণ, সেই ম্যাচে ডেকানের বোলারদের থেকে অতিরিক্ত রান হিসেবে ২৮ রান উপহার পায় কলকাতা দল। যার মধ্যে ১৫ টিই ছিলো ওয়াইড বল। এক ইনিংসে ২৮ রান অতিরিক্ত হিসেবে দেয়ার সেই রেকর্ডটি আজ পর্যন্ত অক্ষুন্ন আছে।
(৩) এক ইনিংসে সেরা বোলিং ফিগার-
আইপিএলের প্রথম আসরে পারপাল ক্যাপ জয়ী রাজস্থান রয়্যালসের, পাকিস্তানী পেসার সোহেল তানভীর এই রেকর্ডটির মালিক। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক ম্যাচে ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন সোহেল। আর ১ স্পেলে সেটিই এখন পর্যন্ত সেরা বোলিং।
যদিও, আইপিএলের এবারের আসরে পুনের অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা ১৯ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন কিন্তু তিনি সোহেল তানভীরের রেকর্ড ভাঙ্গতে ব্যর্থ হন।
(৪) এক ম্যাচে সবচেয়ে কম রান –
আইপিএলের প্রথম আসরে আরো একটি রেকর্ড হয়েছিলো যা এখন পর্যন্ত কোনো দলের পক্ষে ভাঙ্গা সম্ভব হয়নি।আর সেটি হচ্ছে এক ম্যাচে দুই দলের মিলিয়ে সবচেয়ে কম রানের রেকর্ড। সেই রেকর্ডটি মুম্বাই ও কলকাতার সমন্বয়ে সৃষ্টি হয়।
২০০৮ সালের ১৬ মে, মুম্বাই ও কলকাতার মধ্যকার সেই ম্যাচে কলকাতা প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৬৭ রানেই অলআউট হয়ে যায়। আর মাত্র ৩৩ বল খেলেই জয়ের টার্গেটে পৌঁছে যায় মুম্বাই। সেই ম্যাচে দুই দলের মিলিয়ে মোট ১৩৫ রান হয়েছিলো যা আইপিএল ইতিহাসে এক ম্যাচে এখন পর্যন্ত সবচেয়ে কম রানের স্কোর।
Post a Comment