দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন শচীনপুত্র
বাবা কিংবদন্তি ক্রিকেটার। ব্যাট হাতে দীর্ঘ ২২ বছর বোলারদের শাসন করেছেন শচীন টেন্ডুলকার। তৈরি করেছেন বিস্ময়কর সব মাইলফলক। বাবার পথ ধরে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারও বেশ কিছুদিন হয়েছে ক্রিকেটে এসেছেন। ১৬ বছর বয়সী অর্জুন কিছুদিন ধরেই মুম্বাইয়ের হয়ে খেলছেন।
নতুন খবর হলো, শচীনপুত্র অর্জুন এবার ভারতীয় পশ্চিমাঞ্চলের অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পেয়ে গেছেন। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ইন্টার-জোনাল টুর্নামেন্ট। এই আসরে খেলবেন অর্জুন।
সর্বভারতীয় জুনিয়র নির্বাচক কমিটি এই টুর্নামেন্টের দল বেছে নিয়েছে অর্জুনকে। মঙ্গলবার দল ঘোষণা করেছেন বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব স্নেহাল পারিখ। পশ্চিমাঞ্চলের নেতা নির্বাচিত হয়েছেন ওম ভোসালে।
এর আগে গত বছর নভেম্বরে বাছাই প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নির্বাচকদের নজর কেড়েছেন শচীনপুত্র। ব্যাট হাতে খেলেছেন শতরানের ইনিংস। বল হাতে নিয়েছেন চারটি উইকেট। অলরাউন্ডার হিসেবেই তাঁকে নির্বাচন করেছেন মুম্বাইয়ের নির্বাচকরা। ভারতের প্রধান অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতা, বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলতে দেখা যায় অর্জুনকে।
শচীনেরও ক্যারিয়ার শুরু হয়েছিল মুম্বাইয়ের তরুণ দল দিয়ে। সেখানে অবশ্য খুব বেশিদিন থাকতে হয়নি সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে। দুর্দান্ত প্রতিভার পরিচয় দিয়ে ১৫ বছর বয়সেই সুযোগ পেয়েছিলেন মুম্বাইয়ের প্রধান দলে। আর রঞ্জি ট্রফিতে অভিষেক ম্যাচেই অপরাজিত শতক করে নিজেকে নিয়ে গিয়েছিলেন অন্য উচ্চতায়। ডাক পেয়েছিলেন জাতীয় দলে। মাত্র ১৬ বছর বয়সেই শুরু হয়েছিল শচীনের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার।
Post a Comment