আইপিএলের সবচেয়ে বড় চমক কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান
এবারের আইপিএলের সবচেয়ে বড় চমক বাংলাদেশী কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান।তরুণ এই পেসারের প্রসংশায় বিশ্ব ক্রিকেট মহল।
নিজের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ-ভারত তো বটে, সারা পৃথিবীর ক্রিকেট পাগল মানুষের মন জয় করে নিয়েছেন কাটার মাস্টার।কখনো স্লোয়ার কখনো ভায়াণক সব ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের দিশেহারা করেন মুস্তাফিজ।
গতকাল এলিমিনের ম্যাচে কলকাতার বিপক্ষে স্লগ ওভারে তার করা দুই ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায় কলকাতা।যদিও ম্যাচে তিনি উইকেট শূন্য ছিলেন। কিন্তু ভারতবাসীর মনে ঠিকই দাগ কেটেছে মুস্তাফিজ।
নিজের পারফরম্যান্স দিয়ে বাংলাদেশ-ভারত তো বটে, সারা পৃথিবীর ক্রিকেট পাগল মানুষের মন জয় করে নিয়েছেন কাটার মাস্টার।কখনো স্লোয়ার কখনো ভায়াণক সব ইয়র্কার দিয়ে ব্যাটসম্যানদের দিশেহারা করেন মুস্তাফিজ।
গতকাল এলিমিনের ম্যাচে কলকাতার বিপক্ষে স্লগ ওভারে তার করা দুই ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায় কলকাতা।যদিও ম্যাচে তিনি উইকেট শূন্য ছিলেন। কিন্তু ভারতবাসীর মনে ঠিকই দাগ কেটেছে মুস্তাফিজ।
ভারতের গণমাধ্যম আনন্দবাজার মস্তিাফিজের প্রসংশা করে লিখেন, মুস্তাফিজুর ইয়র্কারের উপর তাঁর বাংলাদেশি পেটেন্ট জারি রাখলেন। পদ্মার ইলিশের মতো তাঁর ইয়র্কার ক্রমশ ভারতীয় বাজারে সমৃদ্ধি পাচ্ছে।
উল্লেখ্য, হায়দরাবাদের দেওয়া ১৬৩ রানের টার্গেট ব্যাট করতে নেমে ১৪০ রানে থামে নাইটদের ইনিংস।এই জয়ের ফলে প্রথম বারের মত ফাইনালে উঠার সুযোগ থাকছে সানরাইর্জাসদের সামনে।
Post a Comment