‘দলে এমন জায়গা নেই যেখানে আমার খেলা সম্ভব’
জাতীয় দলের বাইরে তিনি ২০১৩ সালের পর থেকে। এরপর প্রাথমিক দলে দু-একবার ডাক পেলেও মূল দলে জায়গা হয়নি শাহরিয়ার নাফীসের। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজের প্রাথমিক দলে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত ওয়ানডে বা টেস্ট কোনো দলেও নেওয়া হয়নি এই অভিজ্ঞ ওপেনারকে।
বাস্তবতায় বিশ্বাসী নাফীস নিজেও মনে করেন জতীয় দলে এখন এমন কোনো জায়গা নেই যেখানে তাঁর খেলা সম্ভব। কারণ টপঅর্ডার ব্যাটসম্যানরা এমন ভালো পারফর্ম করছে যাদের টপকে জাতীয় দলে জায়গা করে নেওয়া অসম্ভব বলেই মনে করেন তিনি। তাই আপাতত তাঁর মনোযোগ বিপিএলের দিকেই।
জাতীয় দলে আবার ফেরা সম্ভব কি না এমন প্রসঙ্গে সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকের নাফীস বলেন, ‘তিন বছর ধরে আমি জাতীয় দলে নেই। তবে আমি বাস্তবতায় বিশ্বাসী। দলে এখন এমন কোনো জায়গা নেই যেখানে নির্বাচকরা আমাকে নিতে পারবেন। তারপরও তাঁরা আমাকে বিবেচনা করেছেন। এটা আমার খুবই বড় পাওয়া। আমি চেষ্টা করব ধারাবাহিকতা বজায় রাখতে।’
তাই মনোযোগ বিপিএলের দিকেই। এ প্রসঙ্গে জাতীয় দলের সাবেক ওপেনার বলেন, ‘আপাতত আমার সব ভাবনা বিপিএলের দিকেই। এ আসরে যত ভালো করব আমাকে বিবেচনা করাটা সহজ হবে। আমার মূল লক্ষ্যটা সেখানেই।’
এবারের বিপিএলে নাফীস খেলছেন বরিশাল বুলসের হয়ে। দলের সাফল্যে আশাবাদী তিনি বলেন, ‘বরিশাল এবার বেশ ভারসাম্যপূর্ণ একটি দল গড়েছে। আমাদের মূল শক্তি জায়গাটা হচ্ছে বোলিং বিভাগ। এ ছাড়া আমাদের বিদেশি সংগ্রহও ভালো। তাই এই দল নিয়ে ভালো কিছু করা সম্ভব বলে আমার বিশ্বাস।’
মঙ্গলবার থেকে আবার নতুন করে শুরু হচ্ছে বিপিএলের চতুর্থ আসর। অবশ্য এর আগে গত শুক্রবাব থেকে মাঠে গড়ানোর কথা ছিল আসরটি। কিন্তু বৃষ্টির বাধায় প্রথম দুদিন খেলা মাঠে না গড়ানোয়, পরে আয়োজকরা বাধ্য হয়েই খেলা পিছিয়ে দেন।
Post a Comment