আইসিসির ডেভলপমেন্ট ম্যানেজার হিসেবে নিয়োগ পেলেন বুলবুল
আইসিসির এশিয়া অঞ্চলের ডেভলপমেন্ট ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক টাইগার অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ইতিপূর্বে, তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে-এশিয়া অঞ্চলের দেশগুলোর ক্রিকেট উন্নয়নে কাজ করছিলেন।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) বিলুপ্তির পর ২০১৫ সালে থেকে তিনি আইসিসি’র অধীনে কর্মরত ছিলেন।
এসিসিতে কর্মরত থাকা অবস্থায় তিনি চীনে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন। সেই সঙ্গে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে ক্রিকেট অবকাঠামো তৈরিতে কাজ করেন। এছাড়াও তিনি ক্রিকেট উন্নয়নে কাজ করেছেন-সিঙ্গাপুর, ব্রুনেই, থাইল্যান্ড এবং তাইওয়ানে।
তিনি বাংলাদেশর প্রথম টেস্ট অধিনায়ক; সেই সঙ্গে টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরিটাও তার। প্রথম টেস্টেই ভারতের বিপক্ষে ১৪৫ রানের স্মরণীয় ইনিংস খেলেন তিনি।
এছাড়া তার অধিনায়কত্বেই বাংলাদেশ ১৯৯৯ সালে বিশ্বকাপে অংশগ্রহণ করে স্কটল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নেয় টাইগাররা।
Post a Comment