‘স্পোর্টিং উইকেটে হবে বিপিএল’
টি-টোয়েন্টি সংস্করণটা ধুম ধারাক্কা ব্যাটিংয়ের জন্য হলেও গত আসরে এর ছোঁয়া থেকে বঞ্চিত ছিল দর্শকরা। অধিকাংশ ম্যাচই ছিল লো স্কোরিং। টানা খেলার কারণে এমনটা হয়েছে বলে ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। এমনকি সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ড-বাংলাদেশ সিরিজের উইকেটও ছিল এমন। তবে বিপিএলের চলতি আসরে এমনটা হবে না বলে আশা করছেন চিটাগাং ভাইকিংসের আব্দুর রাজ্জাক। স্পোর্টিং উইকেটেই খেলা হবে বলে বিশ্বাস করেন এ স্পিনার।
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে রাজ্জাক বলেন, ‘টেস্টের উইকেট বিপিএলের উইকেট এক হবে না। তবে আমাদের কন্ডিশনে গত কয়েক বছরে দেখা গেছে পেসার-স্পিনার সবাই ভালো করছে। আশা করা যাচ্ছে, স্পোর্টিং উইকেট হবে, সবাই ভালো খেলবে। স্পোর্টিং উইকেটে সুবিধা হচ্ছে, যে যেটা ভালো করবে সে সেটায় সুবিধা পাবে।’
এবারের বিপিএলের প্রথম তিন দিনের খেলা বৃষ্টির কারণে স্থগিত করা হয়। পরিবর্তিত সূচিতে আগামীকাল বর্তমান চ্যাম্পিয়নদের মোকাবেলা করেই শুরু হচ্ছে চিটাগাংয়ের বিপিএল। তবে চ্যাম্পিয়নদের মুখোমুখি হলেও তাতে ভীত নন রাজ্জাক, ‘ওরা গতবারের চ্যাম্পিয়ন ছিল কিন্তু দলটা এবার একই রকম নেই। সব দলেই পরিবর্তন হয়েছে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে।’
গত আসরে দারুণ দল গড়েই পয়েন্ট তালিকার তলানিতেই ছিল চিটাগাং। তারকাসমৃদ্ধ দল করার পর হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এবার তাদের লক্ষ্য ভালো খেলার। ধারাবাহিকভাবে ভালো খেলতে পারলে কিছু করা সম্ভব বলে মনে করেন রাজ্জাক।
‘চ্যাম্পিয়নশিপ অনেক পরের ব্যাপার। তবে আমাদের যে দল আছে তা নিয়ে চেষ্টা করা যেতে পারে। অনেক সময় হয়তো আগে থেকে মনে হয়, এবার মনে না। এবার ব্যাপারটা কিন্তু এমন না। শিরোপার জন্য চেষ্টা করবে আরকি। আমি মনে করি, এই দল নিয়ে ভালো ক্রিকেট খেলা সম্ভব। হার-জিত পরের ব্যাপার, অনেক রকম পরিস্থিতি তৈরি হতে পারে।’
গত আসরে ইনজুরির কারণে রংপুর রাইডার্সের হয়ে বেশি ম্যাচ খেলা হয়নি রাজ্জাকের। চলতি আসরে চিটাগাংয়ের পক্ষে ধারাবাহিক ক্রিকেট খেলে যেতে চান তিনি, ‘অন্যান্য খেলা যেভাবে খেলি, এবারও সেভাবেই খেলবো। আলাদা কোনো লক্ষ্য নিয়ে নয়। আমার কাছে দলের যে চাওয়া সেটা যেন পূরণ করতে পারি।’
সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে রাজ্জাক বলেন, ‘টেস্টের উইকেট বিপিএলের উইকেট এক হবে না। তবে আমাদের কন্ডিশনে গত কয়েক বছরে দেখা গেছে পেসার-স্পিনার সবাই ভালো করছে। আশা করা যাচ্ছে, স্পোর্টিং উইকেট হবে, সবাই ভালো খেলবে। স্পোর্টিং উইকেটে সুবিধা হচ্ছে, যে যেটা ভালো করবে সে সেটায় সুবিধা পাবে।’
এবারের বিপিএলের প্রথম তিন দিনের খেলা বৃষ্টির কারণে স্থগিত করা হয়। পরিবর্তিত সূচিতে আগামীকাল বর্তমান চ্যাম্পিয়নদের মোকাবেলা করেই শুরু হচ্ছে চিটাগাংয়ের বিপিএল। তবে চ্যাম্পিয়নদের মুখোমুখি হলেও তাতে ভীত নন রাজ্জাক, ‘ওরা গতবারের চ্যাম্পিয়ন ছিল কিন্তু দলটা এবার একই রকম নেই। সব দলেই পরিবর্তন হয়েছে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে।’
গত আসরে দারুণ দল গড়েই পয়েন্ট তালিকার তলানিতেই ছিল চিটাগাং। তারকাসমৃদ্ধ দল করার পর হাতে গোনা কয়েকজন ছাড়া কেউ নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এবার তাদের লক্ষ্য ভালো খেলার। ধারাবাহিকভাবে ভালো খেলতে পারলে কিছু করা সম্ভব বলে মনে করেন রাজ্জাক।
‘চ্যাম্পিয়নশিপ অনেক পরের ব্যাপার। তবে আমাদের যে দল আছে তা নিয়ে চেষ্টা করা যেতে পারে। অনেক সময় হয়তো আগে থেকে মনে হয়, এবার মনে না। এবার ব্যাপারটা কিন্তু এমন না। শিরোপার জন্য চেষ্টা করবে আরকি। আমি মনে করি, এই দল নিয়ে ভালো ক্রিকেট খেলা সম্ভব। হার-জিত পরের ব্যাপার, অনেক রকম পরিস্থিতি তৈরি হতে পারে।’
গত আসরে ইনজুরির কারণে রংপুর রাইডার্সের হয়ে বেশি ম্যাচ খেলা হয়নি রাজ্জাকের। চলতি আসরে চিটাগাংয়ের পক্ষে ধারাবাহিক ক্রিকেট খেলে যেতে চান তিনি, ‘অন্যান্য খেলা যেভাবে খেলি, এবারও সেভাবেই খেলবো। আলাদা কোনো লক্ষ্য নিয়ে নয়। আমার কাছে দলের যে চাওয়া সেটা যেন পূরণ করতে পারি।’
Post a Comment