Header Ads

মুশফিকের বরিশালের হয়ে লড়বেন যারা

মুশফিকের বরিশালের হয়ে লড়বেন যারা
বিপিএলের গত আসরে সবচেয়ে বড় চমক ছিলেন পেসার আবু হায়দার রনি। অনেকে বলেছিলেন, বাংলাদেশ আরেকজন মোস্তাফিজুর রহমান পেয়ে গেল। জাতীয় দলে অভিষেক হলো রনির। কিন্তু তারপর থেকেই কোথায় যেন হারিয়ে গেলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যাম্পিয়ন হওয়ার নেপথ্যের নায়ক। এবার বরিশাল বুলসে নাম লিখিয়েছেন তিনি। বিপিএলে ফের আলো ছড়িয়ে জাতীয় দলে জায়গা করে নিতে চাইবেন রনি।

বরিশাল বুলসের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের জাতীয় দলের টেস্ট দলপতি মুশফিকুর রহীম। গত মৌসুমে তিনি নেতৃত্ব দিয়েছিলেন সিলেট রয়েলসকে। সিলেট অবশ্য খুব একটা ভালো করতে পারেনি। তবে তার নেতৃত্বে সদ্য সমাপ্ত সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। এটা হয়তো মুশফিককে আরো ভালো খেলতে সাহায্য করবে।

এদিকে শামসুর রহমান শুভ, কামরুল ইসলাম রাব্বী ও নাদিফ চৌধুরীকে দলে নিয়েছে বরিশাল বুলস। শামসুর রহমান ছিলেন দ্বিতীয় আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। কামরুল ইসলাম রাব্বি চলতি ঢাকা প্রিমিয়ার লিগের দ্বিতীয় সেরা বোলার। এছাড়া ঘরের ছেলে শাহরিয়ার নাফীসও আছেন দলে। তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও আছেন এ দলে। আর বিদেশিদের মধ্যে রয়েছেন- থিসারা পেরেরা, কার্লোস ব্রাফেট, রায়াদ এমরিতরা।

বরিশাল বুলসের খেলোয়াড়রা:

দেশি খেলোয়াড় : মুশফিকুর রহীম (আইকন), আবু হায়দার রনি, কামরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান, মনির হোসেন, ফজলে রাব্বী, শাহিন হোসেন, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, শামসুর রহমান, শাহরিয়ার নাফীস, ধীমান ঘোষ।

বিদেশি খেলোয়াড় : থিসারা পেরেরা, রুম্মান রায়েস খান, রায়াদ এমরিত, জশুয়া কব, কার্লোস ব্রাফেট, দিলশান মুনাবীরা, মোহাম্মদ নওয়াজ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.