Header Ads

বাংলাদেশের জয় দেখেছেন স্যামি

বাংলাদেশের জয় দেখেছেন স্যামি
কদিন আগেই ঢাকায় ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। তরুণ অফস্পিনার মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ঐতিহাসিক জয় পান টাইগাররা। বাংলাদেশের এ জয়টি খুব আগ্রহ নিয়েই দেখেছেন দুইবারের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ড্যারেন স্যামি। শুধু টেস্ট নয়, ওয়ানডে সিরিজও বাংলাদেশের জিতে নেওয়া উচিত ছিল বলে মনে করেন এ ক্যারিবিয়ান।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে স্যামি বলেন, ‘খুব আগ্রহ নিয়েই আমি ম্যাচটি দেখেছি। দারুণ এক জয়। অ্যালিস্টার কুক যেমন বলেছে, আমিও একই কথা বলছি। বাংলাদেশ দারুণ খেলে জিতেছে। এমনকি আমার মতে, ওয়ানডে সিরিজটাও বাংলাদেশের জেতা উচিত ছিল।’

বাংলাদেশের জন্য এ টেস্ট জয়টিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করছেন স্যামি। এ জয় থেকে আত্মবিশ্বাস নিয়ে আগামীতে আরো জয় তুলে নেবেন বলে আশা করছেন তিনি, ‘একটি দল যারা জিততে শুরু করেছে, তাদের জন্য এটি দারুণ গুরুত্বপূর্ণ জয়। টেস্ট ম্যাচে কঠিন মুহূর্তগুলো যখন কোনো দল জয় করতে শুরু করে, তখনই ম্যাচ জয়ও ধরা দেয়। এই টেস্টে বাংলাদেশ যেমন করেছে। বাংলাদেশে জন্য দারুণ ইতিবাচক।’

উল্লেখ্য, আগামীকাল থেকে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবার রাজশাহী কিংসের হয়ে খেলবেন স্যামি। দলটির নেতৃত্বের দায়িত্বেও থাকছেন বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোকাবেলা করবে তার দল রংপুর।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.