Header Ads

মিরপুরে অভিনব সংবাদ সম্মেলন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজম্ব একটি প্রেস কনফারেন্স রুম আছে। যেখানে ঘরোয়া বা আন্তর্জাতিক সব সংবাদ সম্মেলনই হয়ে থাকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তেমনটাই হচ্ছিল।
কিন্তু আজ বৃহস্পতিবার ঘটল উল্টো ঘটনা। সাংবাদিকদের বয়কটের কারণে রংপুরের খেলোয়াড় আরাফাত সানিকে নিয়ে আসা হয় প্রেস বক্সে, যেখানে মূলত সাংবাদিকরা বসে খেলা দেখেন। সেখানেই এই অভিনব সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়েছে।
সাংবাদিকদের সংবাদ সম্মেলন বয়কট করার কারণেই তৈরি হয়েছে এই অভিনব পরিস্থিতি। এদিন খেলা শেষে মাঠে ঢুকতেই বিসিবির নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়তে হয় সংবাদ কর্মীদের। তাই সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা। পরে রংপুর রাইডার্সের মিডিয়া ব্যবস্থাপক এম এ বাকি আরাফাত সানিকে নিয়ে যান প্রেস বক্সে। আর এই কারণে বিসিবির মিডিয়া ম্যানেজার রাভিদ ইমাম অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও অভিযোগ করেছেন রংপুরের মিডিয়া ম্যানেজার।
এসবের আগে মাঠের লড়াইয়ে অবশ্য দারুণ নৈপুণ্য দেখিয়েছে রংপুর রাইডার্স। খুলনা টাইটানসকে মাত্র ৪৪ রানে গুটিয়ে দিয়ে তুলে নিয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানের জয়। দুই ম্যাচের দুটিতেই জয় দিয়ে দখল করেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.